নটরডেম কলেজে ভর্তির সম্পূর্ণ গাইড লাইন

নটরডেম কলেজে ভর্তির সম্পূর্ণ গাইড লাইন


আমি নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আরও চার বছর আগে। ২০১৯-এ। এর মধ্যে আরও তিনটা ব্যাচের ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে। যা-ই হোক, আমি আমার অভিজ্ঞতার আলোকে নটর ডেম কলেজ- এ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কথা বলছি। এতে আপনি ৮০ শতাংশ উপকৃত হলেও আমি নিজেকে সফল ভাববো।

আমাদের সময়ে পরীক্ষা হয়েছিলো ৬০ নম্বরের। ২০টা এক কথায় উত্তর দেওয়া হয়েছিলো; যার প্রতিটাতে ২ করে ৪০, আর ২০টা MCQ ছিলো; যার প্রতিটাতে ১ করে ২০ নম্বর।

প্রশ্ন এসেছিলো গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, বাংলা আর ইঙরেজি থেকে। জীববিজ্ঞান থেকে আমাদের সময়ে প্রশ্ন না আসলেও আসার একটা সম্ভাবনা সবসময়ই থাকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকেও আমাদের প্রশ্ন আসেনি; এবারও আসবে বলে মনে হয় না। ধর্ম, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ও আর যা বিষয় আছে, ওখান থেকে কোনো প্রশ্নই যে আসবে না, তা নিশ্চিত থাকতে পারেন। নটর ডেম কলেজে চান্স পেতে হলে সবগুলো বিষয়ে ভালো মতো দক্ষতা অর্জন করতে হবে।  

গণিত ও উচ্চতর গণিত: গণিতের ওপর দখল ভালোমতো রাখবেন। আপনাদের এসএসসির বইয়ের প্রতিটি বিষয়ই ভালোমতো দেখে যাবেন। এসএসসি পরীক্ষায় যেমন প্রশ্ন আসে, তেমন প্রশ্নই এসেছিলো আমাদের সময়ে। তাই নিজের বইটা ভালোমতো আয়ত্তে রাখুন। বেশি advanced স্তরের জিনিসপত্র এখন দেখার দরকার নেই।

পদার্থবিজ্ঞান ও রসায়ন: পদার্থবিজ্ঞান আর রসায়নটাও ভালমতো পারতে হবে। এখানে কেবল গাণিতিক সমস্যাই দেওয়া হয় না; সঙ্গে টপিকগুলোর বেসিকটাও শক্ত রাখতে হবে। তাহলে এমন অনেক প্রশ্ন সহজেই পেরে যাবেন, যা অনেকেই পারবে না।

বাংলা: বাংলার জন্য সন্ধি, সমাস, কারক, বিভক্তি দেখলেই পেরে যাবেন। বাংলা প্রথম পত্রের উপন্যাস আর নাটকের কিছু সাধারণ প্রশ্ন জেনে যাবেন। বিনামূল্যে একটা উপদেশ দিয়ে রাখি। আপনাদের বাংলা ব্যাকরণ বইটা কখনো হাতছাড়া করবেন না। কারণ এই বইটাকেই বাংলাদেশের ব্যাকরণ বইগুলোর মধ্যে প্রামাণ্য ধরা হয়। বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষা বা চাকরির পরীক্ষা বা বিসিএস— বাংলা ব্যাকরণের প্রশ্ন এই বইটা থেকেই হয়ে থাকে। বইটা ভালোমতো আয়ত্ত করে ফেলবেন।

ইংরেজি: ইংরেজি দেখে সহজ মনে হবে। কিন্তু আদতে তা সহজ হবে না। এর বড়ো কারণ আমরা স্কুল পর্যন্ত যে ইঙরেজি শিখি, সেটা অনেকক্ষেত্রেই আংশিক। একটা উদাহরণ দিই। আমার প্রশ্ন এসেছিলো এমন..

"Luxembourg lies _____ France, Belgium, and Germany." এখানে শূন্যস্থানে কী বসবে?

আপনি হয়তো এখনই "among" বসিয়ে দেবেন। আমিও বসিয়ে এসেছিলাম। কিন্তু এখানে "among" হবে না; হবে "between"। এখন আমরা কিন্তু স্কুল পর্যন্ত জেনে এসেছি যে, একের অধিক বস্তুর ভেতরে হলেই "among" বসাতে হয়। এই জানাটা আংশিক ঠিক। আসলে বাক্যের ভেতরে যদি সেই একাধিক বস্তু বা ব্যক্তির প্রত্যেকের আলাদা নাম বা সংখ্যা উল্লেখ করা থাকে, তাহলে "between" হয়। অন্যত্র "among" হয়।

জীববিজ্ঞান: জীববিজ্ঞান হালকা-পাতলা দেখে-টেখে গেলেন। প্রশ্ন আসার সম্ভাবনা কম।

নটর ডেম কলেজের মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষার পরে আপনার মৌখিক পরীক্ষা হবে। এটা নিয়ে আলাদা করে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। লিখিত পরীক্ষা ভালো হলে আপনি এমনিই এগিয়ে থাকবেন।

মৌখিক পরীক্ষার দিন ফরমাল ড্রেস পরে যাবেন। কালো প্যান্টের সঙ্গে সাদা বা কালো শার্ট পরলে ভালোই হয়। কালো জুতা পরবেন। টাই না পরলেও হবে। একটা ফাইলে দরকারি কাগজপত্র নিতে হবে। যখন বসবেন মৌখিক দিতে; তখন ফাইল বা ব্যাগটা নিজের কাছেই রাখবেন; টিচারের টেবিলে রাখবেন না। (কাকে উপদেশ দিচ্ছি, আমি নিজেই মৌখিক দিতে বসার এক মিনিট পর আবিষ্কার করেছিলাম যে, আমি ব্যাগ রেখেছি স্যারের টেবিলে 😑😑)

তেমন কোনো কঠিন প্রশ্ন করা হবে না আপনাকে। (অন্তত আমাদের হয়নি) আমি যেহেতু সেন্ট গ্রেগরির ছিলাম, তাই আমাকে জিজ্ঞেস করা হয়েছিলো গ্রেগরি কবে প্রতিষ্ঠিত হয়েছে। তারপর নটর ডেম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাসালও জানতে চাওয়া হয়েছিলো। (আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাসাল পারিনি 😑😑)

আপনার সহশিক্ষা কার্যক্রমের সার্টিফিকেট যতো পারেন নেবেন। আমার লেখালেখি করার জন্য পাওয়া "প্রথম আলো"-র পুরস্কার আর "ভাষা প্রতিযোগ"-এর "সেরাদের সেরা" হওয়ার সার্টিফিকেটসহ আরও বেশ কিছু সার্টিফিকেট নিয়ে গিয়েছিলাম।

ভালো থাকবেন। আশা করি আপনার স্বপ্ন পূরণ হবে। আমি আলাদা করে কোনো কোচিঙ-জাতীয় কিছু করিনি।ওইটা আপনার ইচ্ছা।

আর হ্যাঁ, ভর্তি হতে পারলে কিন্তু আমার ধন্যবাদ চাই 😅😅

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url