বোরিং কেমিস্ট্রি কিভাবে পড়বো ? কেমিস্ট্রির ভয় দূর করার উপায়

 

রসায়ন সহজে পড়ো - PorashonaBD.com




বোরিং কেমিস্ট্রি  কিভাবে পড়বো?🤦‍♂️

একটা সাব্জেক্ট এতটা বোরিং কিভাবে হতে পারে!!



-হ্যা, ঠিক

কেমিস্ট্রি বোরিং একটা সাব্জেক্ট।

বাট কেমিস্ট্রি ছাড়া কোথাও কোনো গতি নেই

হোক মেডিক্যাল, হোক ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি। 

তাহলে কি কেমিস্ট্রি কে বোরিং রাখলে হবে?

পড়তে তো হবেই।


তাই আজকে কেমিস্ট্রির মিস্ট্রি সলভ করার চেষ্টা করবো।


কেমিস্ট্রি বোরিং লাগে কেন?


কেমিস্ট্রি বোরিং লাগার অন্যতম কারন হচ্ছে 

ম্যাথ ফিজিক্সের মত আমরা একে টাইপওয়াইজ করতে পারি না।মানে সোজা কথায় এর এক্সেপশন অনেক বেশী।

নিয়মে আবদ্ধ কম

আমরা স্বভাবতই চাই, একটা নিয়ম পড়ে ৫ টা ম্যাথ কভার করতে

সেই আমাদের  কেমিস্ট্রির ক্ষেত্রে ৫ টা টপিকের জন্য ৬ টা নিয়ম পড়া লাগে।

ভালো না লাগা ই স্বাভাবিক।


তাহলে উপায়?


প্রথমত বই নির্বাচন-

হাজারী স্যারকে রেফারেন্স  বই ধরে সাহায্যকারী বই হিসেবে তুমি হাজার টা বই য়ের সলভ নিতে পারো

বাট হাজারীর বই একবার হলেও ফার্স্ট টু লাস্ট পড়তেই হবে 

মাস্ট,মাস্ট,মাস্ট


সাহায্যকারী বই হিসেবে একেক বইয়ের একেক অধ্যায় ভালো, সব বই কেনার দরকার নেই,পিডিএফ পাওয়া যায়, একটু খোজাখুজি করবা বইগুলা নিয়ে।

বইগুলার নাম-

গুহ স্যার

মহসিন স্যার

কবীর স্যার

লিংকন স্যার


সাহায্যকারী বই হিসেবে-

কনসেপ্ট বুক আবারও প্রেফারেবল

(অনলাইন শপে,নীলক্ষেতে পাওয়া যায়)



পুরাতন হাজারী স্যারের বই কি পড়তে হবে(ইঞ্জিনিয়ারিং এর জন্য)?

- না, একাডেমিকে সম্পূর্ণ স্কিপ করে যাবা এই স্টেপ, এডমিশন এ গিয়ে আপার লেভেল কিছু পড়তে মন চাইলে আমারে আস্ক করবা

বাট ১৪ সালের আগের এডিশনের কিছু পড়ার দরকার নেই।


কিভাবে শুরু করবো?

- শুরু করবা বই একবার রিডিং দিয়ে।

এরপর টপিকের হেডলাইন গুলো লিখবা খাতায়

যে টপিক টা বুঝতেছো না ওই টপিক লিখে ইউটিউব এ সার্চ দিবা

এরপর এসে প্রশ্ন দেখবা এবং সলভ করবা


এভাবে চলতেই থাকবে


এখন তুমি চাইলে অনলাইনে ক্লাস করে বই পড়তে পারো, তাহলে আলাদা করে সার্চ করা লাগবে না

দেন প্রশ্ন সলভ করবা


এটা গুরুত্বপূর্ণ যে,

যে টপিক পড়তেছো সেটার প্রশ্ন কিরকম হয় সেটা যেন আইডিয়া থাকে।



একাডেমিকে ভালো করার উপায়-

বোর্ডে আসা প্রশ্নগুলো বুঝে বুঝে পড়লে ৯০%+ আসবেই ইনশাআল্লাহ 


লিখেছেনঃ Omar Faruk Hasan (ME, BUET)

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ২১ আগস্ট, ২০২২ এ ৭:৫৬ AM

    💙

Add Comment
comment url