কোরিয়ান ভাষা শিক্ষাঃ কোরিয়ান বর্ণমালা -¦¦- Learn Korean Langauge in Bangla

কোরিয়ান ভাষা শিক্ষাঃ কোরিয়ান বর্ণমালা -¦¦- Learn Korean Langauge  in Bangla



কোরিয়ান ভাষা উত্তর ও দক্ষিণ কোরিয়ার অফিসিয়াল ভাষা হলেও দক্ষিণ কোরিয়াতে এর লেখ্য রুপের নাম ‘হান্‌গুল’ আর উত্তর কোরিয়াতে আর ‘জোসন গুল’।‘হান্‌গুল’ এর প্রাচীন নাম ‘হুন্‌মিন্‌জংউম্‌’। 


আর এই সহজ কাজটি সম্পাদন করেন তৎকালীন কোরিয়ার রাজা- “সেজোং দে ওয়াং”, তিনি ১৪৪৩ সালে কোরিয়ান বর্ণমালা হানগূল (한글) আবিষ্কার করেন। এবং 1946 সালে অফিসিয়াল রাইটিং সিস্টেম হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়। 


কোরিয়াতে অক্টোবর মাসের 9 তারিখ কোরিয়ান বর্ণমালা দিবস (한글 날) পালন করা হয়। 


কোরিয়ান ভাষার বর্ণগুলো খুবই সহজবোধ্য, পদ্ধতিসিদ্ধ ও বিজ্ঞানসম্মত হওয়ায় দ্রুত শেখা ও লেখা সম্ভব হয়। 


এইজন্য বৈজ্ঞানিক ব্যাখ্যার পর্যালোচনায় সহজ বর্ণমালা হিসাবে স্বীকৃতি পেয়ে হানগূল (한글) (কোরিয়ান বর্নমালা) ১৯৯৭ সালে ইউনেস্কোর বিশ্বস্মরণীকার মর্যাদা পায়। 


হানগুল (한글) 

কোরিয়ান বর্ণমালায় মোট ৪০ টি বর্ণ রয়েছে। যথাঃ- 

기본 모음 = 10개 (মৌলিক স্বরবর্ণ = ১০টি) 

이중 모음 = 11개 (সংযুক্ত স্বরবর্ণ = ১১টি) 

기본 자음 = 14개 (মৌলিক ব্যঞ্জনবর্ণ = ১৪টি) 

쌍 자음 = 05개 (জোড় ব্যঞ্জনবর্ণ = ০৫টি) 

모두 = 40개 (সর্বমোট = ৪০টি) 


স্বরবর্ণ- 


 কোরিয়ান স্বরবর্ণ কে বলা হয় “মোঊম” 

기본 모음 = 10개 


কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণ ১০ টি৷ 


স্বরবর্ণ = 모음 

বর্ণ–글자 উচ্চারণ–음가 

যথাঃ – 

ㅏ 아 – (আ) 

ㅑ 야 – (ইআ) 

ㅓ 어 – (অ) 

ㅕ 여 – (ইঅ) 

ㅗ 오 – (ও) 

ㅛ 요 – (ইও) 

ㅜ 우 – (উ) 

ㅠ 유 – (ইউ) 

ㅡঊ 으 – ঊ এখ|নে (ঊ) মারি চাপা ঊ এর মত উচ্চরন হবে। 

ㅣ ই 이 – ই, 

উপরের ১০ টি বর্ণমালা হলো কোরিয়ান মৌলিক স্বরবর্ণ। 

এবার এগুলো ভালোকরে খাতাই লিখে লিখে পড়ুন। 

কারন এগুলো না জানলে আপনি কখনই ভাষা শিখতে পারবে না। এগুলো হলো আমাদের দেশের সাথে মিল রেখে কোরিয়ার স্বরবর্ণ, তাই এগুলো ভালো করে মুখস্থ করে নিন। 

কোরিয়ান ভাষায় (সংযুক্ত/যৌগিক স্বরবর্ণ) ১১ টি। 

সংযুক্তস্বরবর্ণঃ–모음 

বর্ণ–글자 উচ্চারণ–음가 

যথাঃ– 

ㅏ+ㅣ ­­­ ㅐ 애 = য়্যা 

ㅑ+ㅣ ㅒ 얘 = ইয়্যা 

ㅓ+ㅣ ㅔ 에 = এ 

ㅕ+ㅣ ㅖ 예 = ইয়ে 

ㅗ +ㅏ ㅘ 와 = ওয়া 

ㅗ+ㅐ ㅙ 왜 = ওয়্যা 

ㅗ+ㅣ ㅚ 외 = ওই 

ㅜ+ㅓ ㅝ 워 = উয় 

ㅜ+ㅔ ㅞ 웨 = উয়ে 

ㅜ+ㅣ ㅟ 위 = উই 

ㅡ+ㅣ ㅢ 의 = ঊই 


যাইহোক, জানি এভাবে কোরিয়ান ভাষা শেখানো সম্ভব না,তবুও নতুনদের প্রাথমিক ধারণা দেয়ার জন্য পোষ্ট করার সিদ্ধান্ত নিয়েছি। এতে মোটামুটি একটু হলেও ধারণা আসবে ইনশা আল্লাহ। 


কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণ ১৪ টি। 

যথাঃ- 

ব্যঞ্জনবর্ণ–자음 

বর্ণ–글자 উচ্চারণ–음가 

বাংলা অক্ষর উচ্চারণ – 

ㄱ গিয়ক উচ্চারণ – খ,গ,ক 

ㄴ নিয়ন উচ্চারণ – ন,ণ 

ㄷ দিগুত উচ্চারণ – থ,দ,ত 

ㄹ রিউল উচ্চারণ – র,ল 

ㅁ মিউম উচ্চারণ – ম 

ㅂ বিউপ উচ্চারণ – ফ,ব,প 

ㅅ সিওত উচ্চারণ – ছ,স,ত 

ㅇ ইউং উচ্চারণ – ং,ঙ 

ㅈ জিউত উচ্চারণ – ছ,জ,ত 

ㅊ ছিউত উচ্চারণ – ছ 

ㅋ খিউক উচ্চারণ – খ 

ㅌ থিউত উচ্চারণ – থ,ট 

ㅍ ফিউপ উচ্চারণ – ফ 

ㅎ হিউত উচ্চারণ – হ 

কোরিয়ান ভাষায় সংযুক্ত ব্যঞ্জনবর্ণ ৫ টি। 

যথাঃ– 

সংযুক্ত ব্যঞ্জনবর্ণঃ–자음 

বর্ণ–글자 উচ্চারণ–음가 

ㄲ ছ্যাং গিয়ক উচ্চারণ – ক 

ㄸ ছ্যাং দিগুত উচ্চারণ – ত 

ㅃ ছ্যাং বিউপ উচ্চারণ – প 

ㅆ ছ্যাং সিওত উচ্চারণ – শ 

ㅉ ছ্যাং জিউত উচ্চারণ – চ 


পড়ার নিয়ম: 

ব্যঞ্জনবর্ণ + স্বরবর্ণ 

가 = ㄱ + ㅏ = গ + আ = গা 

너 = ㄴ + ㅓ = ন +অ = ন 

도 = ㄷ + ㅗ = দ + ও = দো 

루 = ㄹ + ㅜ = ল + উ , র + উ = লু/ রু 

므 = ㅁ + ㅡ = ম + উ = মু 

비 = ㅂ + ㅣ = ব + ই =বি 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url