2023 সালে সহজভাবে অনর্গল ইংরেজি কথা বলা শেখার উপায়। সাথে থাকছে 5 টি কার্যকর টিপস

porashonabd.com


দক্ষভাবে ইংরেজি ভাষায় কথা বলার জন্য কী কী পদ্ধতি অনুসরণ করতে হবে ?

দক্ষতা দক্ষতা আর দক্ষতা!!! কথাটা শুনতে যতটা সহজ মনে হয়, অর্জন করা অতটা সহজ নয়। যে কোন বিষয়ে দক্ষ হয়ে ওঠার জন্য প্রচুর পরিশ্রম, চেষ্টা, অধ্যাবসায়, সময়, আর নিষ্ঠা প্রয়োজন।

আমাকে প্রায়ই অনেকে জিজ্ঞেস করেন কিভাবে ইংরেজিতে দক্ষ হওয়া যায় ? আজকে আমি আপনাদের সাথে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির উপায় বা ইংরেজিতে দক্ষ হওয়ার উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

ইংরেজি, বিষয়টা আমরা পড়াশোনা শুরুর সময় থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রী কমপ্লিট করা পর্যন্ত শিখে থাকি। কিন্তু এরপরেও কেন যেন আমরা দুইটা লাইন ইংরেজিতে কথা বলতে বা দুইটা লাইন ইংরেজি সঠিক ভাবে লিখতে পারিনা। কেন হয় এমন ? চলুন, বিষয়টি পর্যালোচনা করে দেখি।

১. ইংরেজি কে আমরা একটা ভাষা হিসেবে না দেখে পরীক্ষার একটি বিষয় হিসেবে গ্রহণ করি এবং সেই বিষয়ে জিপিএ ৫ পাওয়ার জন্য উঠেপড়ে লাগি। একটি টিউশনে না হলে তার জন্য পাঁচটা টিউশনের ব্যবস্থা করি কিন্তু নিজে শেখার চেষ্টা করি না।

২. আমাদের শিক্ষা ববস্থায় ইংরেজি বিষয়ে গ্রামার কে নিয়ে যত চর্চা করা হয় বা যতটা গুরুত্ব দেওয়া হয় ইংরেজি ভাষাকে ততটা চর্চা করার ব্যবস্থা রাখা হয়নি। যার কারণে আমাদের এই করুণ অবস্থা।

৩. জিপিএ ৫ পাওয়ার পরে আমরা মনে করি আমরা বিষয়টিকে শিখে ফেলেছি। তাই আমাদের শেখার প্রয়োজন নেই। আর এখানেই আমাদের মস্ত বড় ভুল, যে ভুল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।

৪. ইংরেজি দক্ষভাবে শেখার জন্য ইংরেজি ভাষা নিয়ে চর্চা করার বিকল্প নেই।

৫. যেকোনো একটি ভাষা শেখার জন্য চারটি পদক্ষেপ অবশ্যই প্রয়োজনীয়। পদক্ষেপগুলো হল : কথা বলা, লিখা, পড়া, এবং শোনা।

৬. প্রতিদিন নির্দিষ্ট একটি সময় করে এই চারটি বিষয়ে দক্ষতা অর্জন করার চেষ্টা করতে হবে।

৭. ইংরেজি ভাষায় কোন সংবাদপত্র অথবা পছন্দের কোন বই পড়ে কতটুকু অর্থ বোঝা যাচ্ছে সে ব্যাপারটি পর্যবেক্ষণ করতে হবে। প্রথম প্রথম বিষয়টি একটু কঠিন মনে হবে সে কারণে যতটুকু সম্ভব ভোকাবুলারি শিখতে হবে যাতে পড়ার সময় ভোকাবুলারির কারণে অর্থ বুঝতে সমস্যা না হয়।

৮. বই পড়ার পাশাপাশি ইউটিউব থেকে পছন্দের ভিডিও দেখে কতটুকু অর্থ বোঝা যায় সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। যেহেতু, আমাদের দেশে ইংরেজিতে কথা বলার পার্টনারের অভাব তাই ইংলিশ সিনেমা অথবা ইউটিউবের ভিডিও একমাত্র ভরসা।

প্রয়োজনে একই ভিডিও কয়েকবার দেখতে হবে। এ কাজটি আপনার ইংরেজি শুনে বোঝার ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেবে।

৯. ভিডিও শুনে আপনি যতোটুকু বুঝতে পেরেছেন নিজের ভাষা ইংরেজিতে সেটা লেখার চেষ্টা করুন। হয়তো লেখায় অনেক ধরনের ভুল থাকবে আর থাকাটাই স্বাভাবিক। তাই বলে থেমে যাবেন না। লেখা শেষে নিজে কয়েকবার পড়ুন দেখবেন আপনি আপনার ভুলগুলো ধরতে পারছেন। আর যে ভুলগুলো ধরতে পারছেন না, সেগুলো একদিন এমনিতেই ঠিক হয়ে যাবে।

যদি সমস্যা না হয় তবে আপনার লেখার বাংলা অনুবাদ আবার করুন। এ চর্চাটি আপনার লেখা এবং লেখা পড়ে বোঝার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে।

১০. এবার আসি ইংরেজিতে কথা বলার বিষয়। আমরা ইংরেজি ভাষায় কথা বলতে চাই কিন্তু সাধারণত এই জায়গাটায় আমরা খুব বেশি সমস্যায় পড়ি। এই সমস্যাটায় আমি নিজেও পড়েছি। এখন আপনাদেরকে বলবো আমি কিভাবে এ থেকে উত্তরণ পেলাম।

সমস্যাটা হচ্ছে আমি ইংরেজিতে কথা বলতে চাচ্ছি কিন্তু কার সাথে বলবো, পার্টনার পাচ্ছিনা। ‌ আমাদের প্রত্যেকের অনেক বন্ধু থাকে কিন্তু এ ব্যাপারটি নিয়ে যাদের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে উৎসাহ পেয়েছি কিন্তু তারা নিজে আমার পার্টনার হতে চায় নি।
তাহলে, এবার কি করবো ?
যাহোক, নিজের মোবাইল ফোনটি কি নিজের পার্টনার করে ফেললাম।কথা বলা শুরু করলাম কিন্তু ২-৩মিনিট কথা বলার পর যেন খেই হারিয়ে ফেলি। কি নিয়ে কথা বলব?
তখন,নিজের খাতায় কিছু প্রশ্ন লিখলাম। যে প্রশ্নের উত্তরগুলো আমি ইংরেজিতে দিব। প্রশ্ন গুলো হতে পারে এমন

  1. Tell me about yourself.
  1. Where do you live?
  1. Tell me something about your home.
  1. Tell me something about your family in detail.
  1. Tell me something about you hometown.
  1. Tell me something about your country.
  1. Tell me something about a rising business. Which has grown in front of you.
  1. Tell me something about three sectors on which your country depends on.
প্রতিদিন এভাবে কিছু প্রশ্ন নিজের জন্য লিখতাম এবং সেই প্রশ্নগুলোর উত্তর ইংরেজিতে দেওয়ার চেষ্টা করতাম।

নোট: এই প্রশ্নগুলোর উত্তর বলার জন্য অবশ্যই এই প্রশ্নগুলো নিয়ে গুগলে সার্চ করে বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করতাম আর নয়তো কথা বলব কি নিয়ে।

নিজের বলা কথা মোবাইলে ভয়েস রেকর্ড করতাম। আবার কথা গুলো নিজেই শুনতাম। নিজের বলা কথা যখন নিজে শুনতাম তখন কত কত ভুল যে চোখে পড়তো তা বলে শেষ করা যায় না।

প্রথম প্রথম প্রচুর ভুল হতো এরপর ধীরে ধীরে ভুলে সংখ্যা কমতে লাগলো। কিন্তু তাই বলে ভাববেন না আমি ইংরেজি ভাষার বিশারদ হয়ে গেছি। এখনও শিখছি, প্রতিনিয়ত শিখছি, কারণ শেখা একটি চলমান বিষয়। শেখার কোন শেষ নেই।

আশা করি উপরের টিপসগুলো অনুসরণ করলে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা খুব কঠিন কিছু হবে না।

শুরুর কথাটাই আরেকবার বলি। দক্ষতা, কথাটা শুনতে যত সহজ অর্জন করতে ঠিক ততটাই চেষ্টা, পরিশ্রম, অধ্যবসায়, নিষ্ঠা, একাগ্রতা প্রয়োজন।


কিভাবে বাড়িতে বসে ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করতে পারি ?

আমরা চাইলেই বাসায় বসেই ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করতে পারি।  এইজন্য আমাদের ধৈর্য ধারণ করে ইংরেজি ভাষায় কথা বলার নিয়মগুলো রপ্ত করতে হবে। আপনি যদি কিভাবে দ্রুত ইংরেজি শেখা যায় সেই চিন্তা করেন তাহলে কিন্তু হবেনা।  কারণ তাড়াহুড়ো করে কোনো কিছু ভালোভাবে শেখা যায় না।   তাই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতেও আপনাকে ধৈর্য সহকারে ইংরেজিতে কথা বলার নিয়মগুলো শিখতে হবে।  তবে আমি  আপনাদের কিছু ইংরেজিতে কথা বলার সহজ পদ্ধতি বলবো। তো  জেনে নেওয়া যাক বাড়িতে বসে ইংরেজিতে কথা বলার টিপসগুলো

  • ইংরেজি চলচ্চিত্র, সংবাদমাধ্যম বা গানের (অ্যাডেলের সামওয়ান লাইক ইউ, প্রিসলির কান্ট হেল্প ফলিং ইন লাভ উইথ ইউ বা জন ডেনভারের কান্ট্রি সং ঘরানার গান, যাতে ইংরেজিটা বুঝতে পারেন। বলার সময় নিশ্চয়ই এমিনেমের rap এ বলবেন না!)
  • এমন কাউকে ঠিক করতে হবে, যার সাথে রোজ কিছুক্ষণ হলেও— চোস্ত হোক, বা অন্য অ্যাকসেন্ট হোক—ইংরেজিতে কথা বলা। ইংরেজি ভালো বলতে পারে এমন কারো সাথে সখ্য‌ করুন। অনেক শিখতে পারবেন।
  • সেরকম কেউ না পেলে দরজা লাগিয়ে একা ঘরে ঘরভর্তি কাল্পনিক শ্রোতার সামনে ইংরেজিতে বক্তব্য দেয়া‌। হতে পারে আপনার পড়ার বিষয়ই ব্যাখ্যা করছেন, বা‌ অন্য কোনো বিষয়ে সাধারণ আলোচনা-তর্ক করছেন।
  • হ্যাঁ, ব্যাকরণের জ্ঞানও থাকা জরুরি। সঠিকভাবে ভাষার চর্চা করা উঁচু ব্যক্তিত্বের পরিচায়ক। তবে বইগুলো অবশ্যই ভালো কারো লেখা হতে হবে। বলার সময় প্রায়ই বলা 'No doubt, he's good' এটা যে ভুল আর 'There's no doubt he's good' যে সঠিক, এটা মাইকেল সোয়ানের প্র্যাকটিকাল ইংলিশ ইউসেজ না পড়লে বুঝতাম না। রেমন্ড মার্ফির ইংলিশ গ্রামার ইন ইউজ তো কিংবদন্তি পর্যায়ের! অক্সফোর্ড ডিকশনারি থাকাটা জরুরি। ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট (আইপিএ) দ্রুত শিখে নিলেন সব শব্দের সঠিক (বিলেতি) উচ্চারণ এতেই পাওয়া যাবে।
  • মেরিয়াম ওয়েবস্টার। বিশুদ্ধ মার্কিন উচ্চারণের জন্য ফোনে এটা থাকা জরুরি।
  • ইউটিউবে ভালো কিছু চ্যানেল হয়েছে উচ্চারণ শেখানোর। এতদিন বলে এসেছি ভেজিটেবল, অনেকেই বলে তাই। আসলে নাকি ভেজটেবল! তেমনি রাশিয়া নয়, রাশা! সুযোগ পেলেই এমন কিছু ভিডিও দেখে শুদ্ধতার মাত্রা বাড়িয়ে নিজেকে অন্যদের কাছে আরো গ্রহণযোগ্য করে তোলা যায়!


কিভাবে একজন ইংরেজ যেভাবে কথা বলেন (নেটিভ স্পিকার) সেই ভাবে কথা বলবেন ?

প্রথমে আপনি ঠিক করে নিন যে আপনি ইংরেজি জ্ঞানের ঠিক কোন পর্যায়ে রয়েছেন - অর্থাৎ - -

  1. Beginner - আপনি প্রচন্ড কষ্ট করে ইংরেজি লেখেন বা একটা সাধারণ ছোট বাক্য ইংরেজিতে লেখার জন্য আপনাকে দশবার ভাবতে হয় বা তাতেও আপনার grammatical mistakes দেখা যায় ( উদাহরণ হিসেবে, আমার মনে হয় এটা আমি পারব - যার সঠিক english translation হবে - I think I can do this, কিন্তু আপনি লিখেছেন I think I am do this)
  2. Intermediate - আপনার বড় কোন বাক্য লিখতে সমস্যা হয়, চেষ্টা করলে খুবই অল্প ইংরেজি কথা বলতে পারেন এবং কোন paragraph লিখতে গিয়ে কি লিখবেন বুঝতে পারেন না বা যেটা ভাবছেন সেটা ভালোভাবে ইংরেজিতে প্রকাশ করতে পারেন না।
  3. Advanced - এই পর্যায়ে আপনার grammatical mistakes দেখা যায় না এবং আপনি সামান্য আত্মবিশ্বাস রাখলেই ইংরেজিতে একটা fluent conversation দিতে পারেন।

এখন আপনি যদি প্রথম দুটি পর্যায়ে থাকেন তবে নেটিভ স্পিকারদের মত ইংরেজিতে অনর্গল কথা বলার ইচ্ছা আপনি দূরে সরিয়ে রেখে ইংরেজি ধারণা অর্থাৎ concept (যার মধ্যে পড়ে vocabulary, grammar, writing skills, reading skills)-এর উপর জোর দিন। এই দুটি পর্যায়কে পার করলে তবেই আপনার তৃতীয় পর্যায়ে আসা সম্ভব এবং এই পর্যায়ে এসে আপনি native speakers দের অনুসরণ করতে চাইলে আপনি নিম্নলিখিত কয়েকটি উপায়ে speaking or Communicative skills কে বহুগুণ উন্নত করে তুলতে পারেন অর্থাৎ শিখতে পারবেন কিভাবে ইংরেজিতে অনর্গল কথা বলা যায় -

  1. ইংরেজি বই নিয়ে জোরে জোরে reading পড়ুন। যতক্ষণ না মনের মত গতিবেগে বলতে পারছেন ততবার পড়ুন।
  2. YouTube এ এমন অনেক videos আছে যেখানে some common words we mispronounce, accurate pronunciations of 50 common words, ইত্যাদি নামে প্রচুর ভিডিও আছে। এগুলির সাহায্যে উচ্চারণকে সঠিক করুন।
  3. English videos দেখে নিজের listening skills এর উন্নতি করুন এবং সঠিক উচ্চারণের ধারণা নিন।
  4. ছোট ছোট topics (যেমন, our national flag, rainy season, Rabindranath Tagore) নিয়ে নিজেই ভেবে ভেবে short speech দিন।
  5. সর্বোপরি, thinking practice এ জোর দিন। সারাদিন কাজ করতে করতে আমরা অনেক কিছু ভাবি। সেই সময়ের চিন্তাগুলি আমরা ইংরেজিতে করতে পারি অর্থাৎ আপনি যেটাই ভাবছেন, ইংরেজিতে ভাবুন। এতে আপনার চিন্তাগুলি ইংরেজিতে হবে, বাংলা থেকে ইংরেজিতে translate করতে হবে না।

হয়তো এটাই ভাবছেন যে এই প্র্যাকটিস গুলো তো প্রথম দুটো পর্যায়েই করা যেত, আমি তৃতীয় পর্যায়ের উপর এত জোর দিলাম কেন। তার কারণ ছোটখাটো videos দেখে আপনি হয়তো নিজের উচ্চারণকে ঠিক করে নিতে পারেন কিন্তু আপনি নেটিভ স্পিকারদের মতো দূরের কথা, ক্লাস ফাইভের বাচ্চাদের মতোও বলতে পারবেন না। এছাড়া যে thinking practice এর কথা আমি আপনাকে বললাম, তাতেও আপনি বহু জায়গায় আটকাবেন এবং নিজে কোন ভুল করলে নিজেরই তা ধরার ক্ষমতা থাকবে না। আর ভুল ধরিয়ে দেয়ার জন্য সবসময়ই কোন শিক্ষক আপনার কাছে বসে থাকবে না, নিজেকেই নিজের শিক্ষক হতে হবে।


ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোর জন্য কী কী করা উচিত?

কথায় আছে, "গাইতে গাইতে গায়েন।" এই প্রবাদটা কিন্তু ইংরেজিতে কথা বলার ক্ষেত্রেও প্রযোজ্য। তাই প্রতিনিয়ত চর্চা করলেই দক্ষ হওয়া যাবে।

কিন্তু, ইংরেজিতে কথা বলতে গেলে তো একজন সঙ্গী প্রয়োজন। আপনি হয়ত আপনার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টাও করেছেন কিন্তু লজ্জায় বলতে পারেন নি।

তাই, ইংরেজিতে দক্ষ হওয়ার প্রথম স্টেপ হলো লজ্জা দুর করা। এবার আমি আপনাকে পদ্ধতি বলে দিচ্ছি যা অনুসরণ করলে আপনার ইংরেজিতে উন্নতি হবেই হবে।

কার্যপদ্ধতি

  • BUDDYTALK এপটি ইনস্টল করুন।
  • এরপর সাইন আপ করুন।
  • Talk now নামে একটি বাটন দেখতে পাবেন ঐটাতে ক্লিক করুন।
  • এবার একজন লোকের সাথে আপনি কানেক্টেড হবেন৷ সেই লোকের সাথে ইংরেজিতে কথা বলুন যতক্ষণ মন চায়।

লজ্জা পাওয়ার কিছু নাই। কারণ সেও আপনাকে চিনে না, আপনিও তাকে চিনেন না। এভাবে আজ থেকে প্রতিদিন একমাস দৈনন্দিন ইংরেজি কথোপকথন চর্চা করুন। 

কোন প্রশ্ন বা আলোচনা করতে চাইলে নির্দ্বিধায় বলতে পারেন।

আশা করি, আমরা সবাই একদিন ইংরেজি ভাষায় দক্ষ হয়ে নিজেদের জীবনের না পাওয়া স্বপ্নগুলো পূরণ করতে সক্ষম হব।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url