How to check HSC result with MarkSheet | যেভাবে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে
𝗛𝗦𝗖 𝗥𝗲𝘀𝘂𝗹𝘁 2022! রেজাল্ট দেখার নিয়মাবলী👇
রেজাল্ট প্রকাশিত হবে ৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টায়।
🤔 রেজাল্ট কিভাবে দেখবেন?
এইচএসসি রেজাল্ট শিক্ষা বোর্ডের ২টি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ঐ ২ টি ওয়েবসাইট থেকে মোবাইল দিয়েও আপনি রেজাল্ট বের করতে পারবেন। নিচে রেজাল্ট দেখার ওয়েবসাইট এর লিংক দেওয়া হলো -
সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট 👇
www.educationboardresults.gov.bd
এবং মার্ক সহ 👇
www.eboardresults.com
ফলাফল দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন 👇🏻
◼️ Examination এর জায়গায় HSC/Alim সিলেক্ট করবেন।
◼️ Year: আপনার পরীক্ষার বছর সিলেক্ট করবেন।
◼️ Board: আপানার বোর্ডের নাম সিলেক্ট করবেন।
◼️ Roll: আপনার এইচ এস সি রোল নাম্বার এডমিট কার্ড থেকে টাইপ করে লিখবেন।
◼️ Reg: No: আপনার এডমিট কার্ড থেকে রেজিস্টেশন নাম্বার টাইপ করে লিখবেন।
সবশেষে একটি Chaptha পুরন করে Submit বাটনে ক্লিক করবেন।
◼️ Submit বাটনে ক্লিক করে দিলেই আপনার রেজাল্ট মার্কশিট সহ চলে আসবে।
🛑 SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম:
⚠️ এইচএসসি’র রেজাল্ট পৌঁছে যাবে মোবাইলেই। বোর্ড কতৃর্ক প্রকাশ হওয়ার পর SMS-এর মাধ্যমে ফলাফল জানা যাবে। ২.৬৭ টাকা প্রতি এসএমএস-এর জন্য (সকল চার্জ অন্তর্ভুক্ত)।
⛔ সাধারণ শিক্ষা বোর্ডের জন্যঃ
HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে
উদাহরণ: HSC DHA 123456 2022 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে।
⛔ মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্যঃ
HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে
⛔ টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য।
HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে
তো আজ এই পর্যন্তই। রেজাল্ট যেমনই হোক আল্লাহ তায়ালার প্রতি ভরসা রেখো। সন্তুষ্ট থেকো। নিশ্চয়ই আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী।