How to check HSC result with MarkSheet | যেভাবে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে

How to check HSC result with MarkSheet | যেভাবে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে



𝗛𝗦𝗖 𝗥𝗲𝘀𝘂𝗹𝘁 2022! রেজাল্ট দেখার নিয়মাবলী👇
রেজাল্ট প্রকাশিত হবে ৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টায়।

🤔 রেজাল্ট কিভাবে দেখবেন?

এইচএসসি রেজাল্ট শিক্ষা বোর্ডের ২টি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ঐ ২ টি ওয়েবসাইট থেকে মোবাইল দিয়েও আপনি রেজাল্ট বের করতে পারবেন। নিচে রেজাল্ট দেখার ওয়েবসাইট এর লিংক দেওয়া হলো -

সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট 👇
www.educationboardresults.gov.bd

এবং মার্ক সহ 👇
www.eboardresults.com

ফলাফল দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন 👇🏻

◼️ Examination এর জায়গায় HSC/Alim সিলেক্ট করবেন।

◼️ Year: আপনার পরীক্ষার বছর সিলেক্ট করবেন।

◼️ Board: আপানার বোর্ডের নাম সিলেক্ট করবেন।

◼️ Roll: আপনার এইচ এস সি রোল নাম্বার এডমিট কার্ড থেকে টাইপ করে লিখবেন।

◼️ Reg: No: আপনার এডমিট কার্ড থেকে রেজিস্টেশন নাম্বার টাইপ করে লিখবেন।
সবশেষে একটি Chaptha পুরন করে Submit বাটনে ক্লিক করবেন।

◼️ Submit বাটনে ক্লিক করে দিলেই আপনার রেজাল্ট মার্কশিট সহ চলে আসবে।

🛑 SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম:

⚠️ এইচএসসি’র রেজাল্ট পৌঁছে যাবে মোবাইলেই। বোর্ড কতৃর্ক প্রকাশ হওয়ার পর SMS-এর মাধ্যমে ফলাফল জানা যাবে। ২.৬৭ টাকা প্রতি এসএমএস-এর জন্য (সকল চার্জ অন্তর্ভুক্ত)।

⛔ সাধারণ শিক্ষা বোর্ডের জন্যঃ
HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে
উদাহরণ:  HSC DHA  123456 2022 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে।

⛔ মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্যঃ
HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে

⛔ টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য।
HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে

তো আজ এই পর্যন্তই। রেজাল্ট যেমনই হোক আল্লাহ তায়ালার প্রতি ভরসা রেখো। সন্তুষ্ট থেকো।  নিশ্চয়ই আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url