অধ্যায় - ১: ভৌত রাশি ও পরিমাপ
১. গ্যালিলিও সম্পর্কে নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সরণ, গতি, ত্বরণ ও সময়ের সম্পর্ক নির্ধারণ করেন
ii. বস্তুর পতনের নিয়ম আবিষ্কার করেন
iii. গণিতের নতুন শাখার ক্যালকুলাসের আবিষ্কারক
নিচের কোনটি সঠিক
ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২. গুণনে প্রাপ্ত লব্ধ একক লিখতে দুই এককের মাঝে কোনটি দিতে হয়?ক) গুণ চিহ্নখ) যতি চিহ্নগ) একটি ফাঁকঘ) ফুলস্টপ৩. চুম্বকত্ব নিয়ে গবেষণা এবং তত্ত্ব প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন –ক) রবার্ট হুকখ) স্নেলগ) ডা. গিলবার্টঘ) হাইগেন৪. এককের সংকেত কোন অক্ষরে লিখতে হয়?ক) ইটালিকখ) গ্রিকগ) চায়নিজঘ) রোমান৫. লোডস্টোনের ‘চৌম্বক ধর্ম’ সম্পর্কে কে জানতেন?ক) থেলিসখ) পিথাগোরাসগ) ডেমোক্রিটাসঘ) অ্যারিস্টাকার্স৬. নিউটনের অবদান –i. গণিতেii. বলবিদ্যায়iii. আলোকবিদ্যায়নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭. এককের এস.আই পদ্ধতির ক্ষেত্রে –i. এ পদ্ধতি চালু হয় ১৯৬০ সালেii. এ পদ্ধতির পূর্বে তিনটি পদ্ধতি চালু ছিলiii. এ পদ্ধতিতে মৌলিক রাশি পাঁচটিনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৮. পদার্থবিজ্ঞানে আলোচনা করা হয় –i. পদার্থii. শক্তিiii. জীবজগৎনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯. কোনো ঘটনা কখন এবং কতক্ষণ ঘরে ঘটেছে বুঝতে নিচের কোনটি সম্পর্কে ধারণা প্রয়োজন?ক) স্থানখ) বস্তুগ) পাত্রঘ) সময়১০. S = ut +1/2 at2 সমীকরণে –i. S হলো সরণ, এর মাত্রা, Lii. a হলো সরণ, এর মাত্রা, LT-2iii. t হলো সময়, এর মাত্রা, Tনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১. কোনো বস্তু দেখার জন্য চোখ নিজে আলোক রশ্মি পাঠায় এ মতবাদটি প্রদান করেন –i. আল হাজেনii. টলেমিiii. প্রাচীন বিজ্ঞানীরানিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১২. মৌলিক একক –i. কালের বিবর্তনে পরিবর্তন হবে নাii. প্রাকৃতিক কারণে পরিবর্তন হবে নাiii. সহজে পুনরুৎপাদন করা যাবেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩. ভার্নিয়ার ধ্রুবক –i. কে সাধারণত VC লেখা হয়ii. s/n রাশি দ্বারা এর মান নির্ণয় করা হয়iii. প্রধান স্কেলের ক্ষুদ্রতম একভাগ এবং ভার্নিয়ারের একভাগের পার্থক্যের সমাননিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৪. ১৮৯৬ সালে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্সকোড সংকেত পাঠান কে?ক) হেনরিক হার্জখ) লেঞ্জগ) মার্কনীঘ) জগদীশ চন্দ্র বসু১৫. দীপন ক্ষমতা কোন প্রকার রাশি?ক) লব্ধখ) মৌলিকগ) মিশ্রণঘ) যৌগিক১৬. পরিমাপের ক্ষেত্রে কয় ধরনের ত্রুটি থাকতে পারে?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ১৭. মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় –ক) মিটার স্কেলখ) ভার্নিয়ার স্কেলগ) ভার্নিয়ার ক্যালিপার্সঘ) স্ক্রু গজ১৮. গোলীয় দর্পণের সাহায্যে কীভাবে আগুন ধরানো যায়?ক) সূর্যের রশ্মিকে কেন্দ্রীভূত করেখ) সূর্যের রশ্মিকে ছড়িয়ে দিয়েগ) সূর্যের রশ্মিকে পরিশ্রুত করেঘ) সূর্যের রশ্মিকে বিকিরিত করে১৯. ভাগ দ্বারা গঠিত লব্ধ একককে কিভাবে প্রকাশ করা হয়?ক) ধনাত্মক সূচকেখ) ঋণাত্মক সূচকেগ) উপসর্গের মাধ্যমেঘ) ভাগ চিহ্ন দিয়ে২০. পদার্থবিজ্ঞানে ব্যবহৃত –i. কোনো এককের সংকেত লেখা হয় সোজা অক্ষরেii. কোনো রাশির সংকেত লিখতে হয় বাঁকা হরফেiii. রাশির সংকেত লেখার কোন ফন্ট ব্যবহার করা হয়েছে তা গরুত্বপূর্ণ নয়নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১. ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়?ক) রিস্ট ওয়াচখ) স্টপ ওয়াচগ) ওয়াল ক্লকঘ) টেবিল ক্লক২২. at2 এর মাত্রা কোনটি?ক) Lখ) LT2গ) LT-2ঘ) T২৩. এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে কয়টি পদ্ধতি চালু ছিল?ক) দুটিখ) তিনটিগ) চারটিঘ) পাঁচটি২৪. আল মাসুদী কত সালে মারা যান?ক) ৮৯৬খ) ৯৫৬গ) ৯৬৫ঘ) ১০৩৮২৫. আদর্শ এক কিলোগ্রাম ভরের সিলিন্ডারের উচ্চতা ও ব্যাস কত?ক) 6.9 সে.মি.খ) 6.3 সে.মি.গ) 3.9 সে.মি.ঘ) 3.6 সে.মি.২৬. বস্তু ও শক্তির রূপান্তর এবং সম্পর্ক কীভাবে প্রকাশ করা হয়?ক) পরিসংখ্যানগত ভাবেখ) পরিমাণগতভাবেগ) সংখ্যাগতভাবেঘ) অর্থনৈতিকভাবে২৭. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?ক) নিউটনখ) হকিংসগ) জেমস ওয়াটঘ) হেনরিখ হার্জ২৮. তড়িৎক্ষেত্রে ও চৌম্বকক্ষেত্রকে একীভূত করে তাড়িতচৌম্বক তত্ত্বের বিকাশ ঘটান কে?ক) ফ্যারাডেখ) ওয়েরস্টেডগ) জগদীশ চন্দ্র বসুঘ) ম্যাক্সওয়েল২৯. মিটার, কিলোগ্রাম, সেকেন্ড ইত্যাদি কিসের উদাহরণ?ক) পরিমাপেরখ) পরিমাপের এককেরগ) রাশিরঘ) দৈর্ঘ্য, ভর৩০. ৩২০। নিচের বিবৃতিগুলো লক্ষ কর:i. সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম তত্ত্বের একটি শুদ্ধতর প্রমাণ উপস্থাপন করেনii. স্টিবেন ওয়াইনবার্গ একজন ইংরেজ পদার্থবিদiii. জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩১. তাড়িত দুর্বল বল আবিষ্কার করেন –i. আবদুস সালামii. স্টিভেন ওয়াইনবার্গiii. কোলডন গ্লাশোনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২. নিচের কোন রাশিটির একক লব্ধ একক?ক) ভরখ) পদার্থের পরিমাণগ) ক্ষেত্রফলঘ) দৈর্ঘ্য৩৩. বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে লঘিষ্ঠ গণন কত?ক) 0.02 মি.মি.খ) 0.04 মি.মি.গ) 40 মি.মি.ঘ) 50 মি.মি.৩৪. আবিষ্কারের সাথে বিজ্ঞানীদের নাম উল্লেখ করা হলো –i. বাষ্পীয় ইঞ্জিন – জেমস ওয়াটii. কোয়ান্টাম তত্ত্ব – ম্যাক্স প্লাঙ্কiii. এক্সরে – রন্টজেননিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৫. প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের শুদ্ধতর প্রমাণ উপস্থাপন করেন কে?ক) ম্যাক্সওয়েলখ) আবদুস সালামগ) কোলন্ডন স্প্লাশোঘ) সত্যেন্দ্রনাথ বসু৩৬. দশের সূচকের ব্যবহার সম্পর্কিত নিচের বিবরণগুলো লক্ষ করো –i. আলোর দ্রুতিii. 10-3 = 0.0001iii. 10m 10n = 10m+nনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৭. আলোর তাড়িতচৌম্বক তরঙ্গ তত্ত্ব প্রদান করেন কে?ক) মাইকেল ফ্যারাডেখ) হাইগেনগ) ম্যাক্সওয়েলঘ) হেনরী৩৮. কোনটির আবিষ্কার কোষ জীববিদ্যায় বিপ্লব এনেছে?ক) ইলেকট্রনিক মাইক্রোস্কোপখ) কৃত্রিম উপগ্রহগ) কম্পিউটারঘ) লাইট মাইক্রোস্কোপ৩৯. নিচের কোনটি পদার্থবিজ্ঞানের প্রধান শাখা?ক) ইলেকট্রনিক্সখ) বলবিজ্ঞানগ) আলোকবিজ্ঞানঘ) সবকয়টি৪০. 4 ন্যানো সেকেন্ড এর সঠিক সংকেত কোনটি?ক) 4 NSখ) 4 nSগ) 4 nsঘ) 4Ns৪১. স্নেল সম্পর্কিত সঠিক বাক্য হলো –i. স্নেল জার্মানির অধিবাসীii. আলোর প্রতিফলনের সূত্রের আবিষ্কারকiii. চুম্বকত্ব নিয়ে গবেষণানিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪২. ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কে?ক) থেলিসখ) অ্যারিস্টার্কাসগ) গ্যালিলিওঘ) আর্কিমিডিস৪৩. বোসন কী ধরনের কণা?ক) মৌলিক কণাখ) যৌগিক কণাগ) রাসায়নিক কণাঘ) দুর্বল কণা৪৪. কোনটি দীপন তীব্রতা এককের প্রতীক?ক) IVখ) molগ) cdঘ) A৪৫. বিংশ শতাব্দীতে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিকাশ লাভ করেছে –i. কোয়ান্টাম তত্ত্বii. বোর তত্ত্বiii. আপেক্ষিক তত্ত্বনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৬. পরমাণুর নিউক্লিয়াস আহিত থাকে –ক) ঋণাত্মকভাবেখ) নিশ্চলভাবেগ) ধনাত্মকভাবেঘ) নিরপেক্ষভাবে৪৭. শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল?ক) আমেরিকায়খ) ইউরোপেগ) এশিয়ায়ঘ) আফ্রিকায়৪৮. নিচের কোনটি লব্ধ রাশি?ক) ভরখ) তাপমাত্রাগ) দৈর্ঘ্যঘ) বল৪৯. পদার্থবিজ্ঞানের পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করা হয় –i. চিকিৎসা বিজ্ঞানেii. মনোবিজ্ঞানেiii. রাষ্ট্রবিজ্ঞানেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫০. বিজ্ঞানের বন্ধ্যাকাল বলা হয় কোন সময়কে?ক) আর্কিমিডিসের মৃত্যু থেকে ত্রয়োদশ শতাব্দীখ) ডেমোক্রিটাসের মৃত্যু থেকে ত্রয়োদশ শতাব্দীগ) আর্কিমিডিসের মৃত্যু থেকে পঞ্চদশ শতাব্দীঘ) ডেমোক্রিটাসের মৃত্যু থেকে পঞ্চদশ শতাব্দী৫১. আরশী কাচ নিয়ে পরীক্ষা উত্তল লেন্সের আধুনিক তত্ত্বের কাছাকাছি নিয়ে আসে কোন বিজ্ঞানীকে?ক) আল হাজেনখ) আল মাসুদীগ) টলেমিঘ) ইবনে আল হাইথাম৫২. স্ক্রু গজের টুপি T একবার ঘুরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে কি বলা হয়?ক) পিচখ) লঘিষ্ট গণনগ) শূন্য ত্রুটিঘ) পিছট ত্রুটি৫৩. অটোহান ও স্ট্রেসম্যান কত সালে দেখান নিউক্লিয়াস ফিশনযোগ্য?ক) ১৯০০খ) ১৯৩৮গ) ১৮৮৮ঘ) ১৯৫৫৫৪. রাশির মাত্রা নির্দেশ করতে ব্যবহার করা হয় –ক) রেখা বন্ধনীখ) প্রথম বন্ধনীগ) দ্বিতীয় বন্ধনীঘ) তৃতীয় বন্ধনী৫৫. হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কে?ক) জন ডাল্টনখ) আর্নেস্ট রাদারফোর্ডগ) বেকরেলঘ) নীলস বোর৫৬. নিউক্লিয়াস কী দ্বারা গঠিত?ক) ইলেকট্রন ও প্রোটনখ) ইলেকট্রন ও নিউটনগ) প্রোটন ও বোসনঘ) প্রোটন ও নিউট্রন৫৭. ১৯০০ সালে ম্যাক্সপ্লাঙ্ক কোন তত্ত্ব আবিষ্কার করেন?ক) তড়িৎ চৌম্বক তরঙ্গ তত্ত্বখ) তেজস্ক্রিয়তাগ) আপেক্ষিক তত্ত্বঘ) কোয়ান্টাম তত্ত্ব৫৮. যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয়ে থাকে তাকে মাত্রা সমীকরণ বলে। এই মাত্রা সমীকরণের –i. প্রতিটি পদ একই জাতীয় রাশিকে নির্দেশ করবেii. প্রতিটি পদের মাত্রা একই হতে হবেiii. ডান দিকের রাশিগুলোর মাত্রায় কিছুটা পার্থক্য থাকতে পারেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫৯. বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন বইয়ে?ক) জেনেরা স্পানটারামখ) প্রকৃতির ইতিহাসগ) আল জিবর ওয়াল মুকাবিলাঘ) অরিজিন অব স্পিস৬০. 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ?ক) 106খ) 109গ) 1011ঘ) 1015৬১. ভার্নিয়ার সমপাতনকে কী দ্বারা প্রকাশ করা হয়?ক) Mখ) Lগ) Vঘ) VC৬২. কোনটি বলের মাত্রা সমীকরণ?ক) [ML2T-2]খ) [ML2T-3]গ) [MLT-1]ঘ) [MLT-2]৬৩. দৈব ত্রুটির প্রত্যাশিত মান কত?ক) 0খ) 1/2গ) 12ঘ) -1৬৪. স্থানের জ্যামিতিক ধারণা প্রথম উপস্থাপন করেন কে?ক) পিথাগোরাসখ) ইউক্লিডগ) টলেমিঘ) গ্যালিলিও৬৫. বায়ুপাম্প আবিষ্কার করেন কে?ক) ভন গুয়েরিকখ) রোমারগ) গিলবার্টঘ) থেলিস৬৬. চন্দ্রশেখর রমন কত সালে মারা যান?ক) ১৯৯৬খ) ১৯৭০গ) ১৯৩৩ঘ) ১৯৩২৬৭. নিচের বাক্যগুলো লক্ষ কর:i. তেজস্ক্রিয় আইসোটোপ বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়ii. ইলেকট্রনিক্স আমাদের জীবনপ্রণালি বদলে দিয়েছেiii. কম্পিউটার মানুষের ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৬৮. নিচের বিবরণগুলো লক্ষ করো –i. তড়িৎ তীব্রতা একক NC-1 মাত্রা সমীকরণ [MLT-3I-1]ii. তাপধারণ ক্ষমতা একক JK-1 মাত্রা সমীকরণ [ML2T-2q-1]iii. আপেক্ষিক রোধ একক m মাত্রা সমীকরণ [ML-3T3T-2]নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৬৯. অধিকতর সূক্ষ্ম পরিমাপের জন্য কোন মাপযন্ত্র প্রয়োজন?ক) মিটার স্কেলখ) ভার্নিয়ার স্কেলগ) স্লাইড ক্যালিপার্সঘ) স্ক্রুগজ৭০. গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে তত্ত্বের সত্যতা যাচাই এ বৈজ্ঞানিক ধারার পূর্ণতা দান করেন কে?ক) গ্যালিলিওখ) নিউটনগ) রজার বেকনঘ) অ্যারিস্টটল৭১. গনিতের নতুন শাখা ক্যালকুলাস কে আবিষ্কার করেন?ক) নিউটনখ) গ্যালিলিওগ) আর্কিমিডিসঘ) পীথাগোরাস৭২. ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় এককের গুণিতক ও উপগুণিতক ব্যবহৃত হয় যেমন –i. 1 মিলিমিটার = 103 মিটারii. 1 মিলিমিটার = 10-3 মিটারiii. 1 মাইক্রো অ্যাম্পিয়ার = 10-6 অ্যাম্পিয়ারনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭৩. বেগের একক একটি লব্ধ একক কারণ –i. বেগের একক দুটি মৌলিক একক দিয়ে গঠিতii. বেগের মান আছে দিক নাইiii. বেগের একক ms-1নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) iiগ) i ও iiiঘ) ii ও iii৭৪. পদার্থবিজ্ঞানকে বিজ্ঞানের কী বলা হয়?ক) সোনার কাঠিখ) রূপার কাঠিগ) চাবিকাঠিঘ) হীরককাঠি৭৫. ভার্নিয়ার ধ্রুবককে নিচের কোন সংকেত দ্বারা প্রকাশ করা হয়?ক) Lখ) VCগ) Vঘ) M৭৬. বর্তমান তড়িৎ শক্তি সংকট মোকাবেলায় বিশ্বব্যাপী অনেক কৌশল অবলম্বন করা হচ্ছে, তার মধ্যে আল-বিরুনী আবিষ্কৃত একটি পদ্ধতিও অন্তর্ভুক্ত রয়েছে। পদ্ধতিটি হলো –ক) পরমাণু বিভাজন পদ্ধতিখ) উইন্ডমিল পদ্ধতিগ) সৌর শক্তি সংরক্ষণ পদ্ধতিঘ) পানি-বিদ্যুৎ পদ্ধতি৭৭. কোনটি মৌলিক একক নয়?ক) মোলখ) কেলভিনগ) লাক্সঘ) কিলোগ্রাম৭৮. নিউটনীয় স্থান কালের ধারণায় মহাবিশ্ব গঠিত –i. ত্রিমাত্রিক স্থানii. দ্বিমাত্রিক সময়iii. একমাত্রিক সময়নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭৯. আলোক তত্ত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন –i. আল মাসুদীii. আল হাজেনiii. ইবনে আল হাইথামনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৮০. লিভারের নীতি আবিষ্কার করেন কে?ক) নিউটনখ) গ্যালিলিওগ) আর্কিমিডিসঘ) অ্যারিস্টটল৮১. সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে?ক) নিউটনখ) গ্যালিলিওগ) পিথাগোরাসঘ) মাহবীর৮২. স্ক্রু গজের অপর নাম কী?ক) ভার্নিয়ার মিটারখ) মাইক্রোমিটার স্ক্রু গজগ) মাইক্রোক্যালিপার্সঘ) ভার্নিয়ার ক্যালিপার্স৮৩. আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে কোন বিজ্ঞানীর হাতে?ক) নিউটনখ) রজার বেকনগ) আইনস্টাইনঘ) গ্যালিলিও৮৪. পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়?ক) শক্তির সংরক্ষণশীলতা নীতিখ) বল বৃদ্ধিকরণ নীতিগ) লিভারের নীতিঘ) উপরের সবগুলো৮৫. প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট স্কেল ব্যবহার করা হয় তাকে কী বলে?ক) মিটার স্কেলখ) ভার্নিয়ার স্কেলগ) ভার্নিয়ার ক্যালিপার্সঘ) স্ক্রু গজ৮৬. দীপন ক্ষমতার একক কোনটি?ক) কেলভিনখ) অ্যাম্পিয়ারগ) ক্যান্ডেলাঘ) মোল৮৭. পিয়েরে ভার্নিয়ার পেশায় ছিলেন –ক) চিকিৎসকখ) গণিতবিদগ) পদার্থবিদ্যাঘ) প্রাণিবিজ্ঞানী৮৮. মার্কনী কত সালে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্সকোডে সংকেত পাঠান?ক) ১৮৯৬খ) ১৮৮৮গ) ১৮৬৪ঘ) ১৮৭৪৮৯. কোন শতাব্দীতে মহাশূন্য অভিযান চালানো হয়?ক) ঊনবিংশখ) বিংশগ) একবিংশঘ) অষ্টাদশ৯০. পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন কে?ক) হাইগেনখ) রবার্ট হুকগ) রবার্ট বয়েলঘ) রোমার৯১. ভার্নিয়ার স্কেল কে আবিষ্কার করেন?ক) পিয়েরে দ্য কুবার্তখ) জেমস ভার্নিয়ারগ) পিয়েরে ভার্নিয়ারঘ) লিও ভার্নিয়ার৯২. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরের মাধ্যমে তৈরি হয়েছে –i. তড়িৎ মোটরii. জেনারেটরiii. ট্রান্সফর্মারনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯৩. 10 nano sec সমান –i. 10-2 msii. 10-2 msiii. 10-8 sনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯৪. নিচের বিবরণগুলো লক্ষ করো:i. যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলেii. মৌলিক রাশি: বল, কাজ, তাপiii. লব্ধ রাশি: বেগ, ত্বরণ, বিভবনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯৫. দৈর্ঘ্যের একক নির্ধারণে কার ভূমিকা রয়েছে?ক) পানিরখ) লোহারগ) আলোরঘ) তাপমাত্রার৯৬. দৈর্ঘ্যের মাত্রাকে কী দিয়ে প্রকাশ করা হয়?ক) Mখ) Tগ) Lঘ) F৯৭. নিচের কোন লেখার ক্ষেত্রে সংখ্যার পর ফাঁক দিতে হয় না?ক) মিটারখ) কেজিগ) ক্ষেত্রফলঘ) মিনিট৯৮. ত্রয়োদশ শতাব্দীর পূর্বে পশ্চিম ইউরোপীয়রা কাদের জ্ঞানের ধারা গ্রহণ করেছিল?ক) মুসলিম ও এশীয়খ) এশীয় ও বাইজানটাইনগ) এশীয় ও আফ্রিকানঘ) মুসলিম ও বাইজানটাইন৯৯. দুই প্রান্তে দুটি সমান্তরাল বাহুবিশিষ্ট U আকৃতির ফ্রেম পাওয়া যায় কোনটিতে?ক) মিটার স্কেলখ) স্ক্রু গজগ) ভার্নিয়ার স্কেলঘ) ভার্নিয়ার সমপাতন১০০. আমাদের চারপাশে যা আছে সবই –ক) স্থানখ) সময়গ) বস্তুঘ) পাত্র১০১. আলোক তত্ত্বের ক্ষেত্রে কার অবদান উল্লেখযোগ্য?ক) আল বিরুনীখ) আল মাসুদীগ) ইবনে আল হাইথামঘ) রজার বেকন১০২. কোনটি লব্ধ একক?ক) অ্যাম্পিয়ারখ) মোলগ) কিলোগ্রামঘ) মিটার/সেকেন্ড১০৩. সত্যেন্দ্রনাথ বসু কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন?ক) অক্সফোর্ডখ) ক্যালিফোর্নিয়াগ) কলকাতাঘ) ঢাকা১০৪. নিচের কোনটি পদার্থবিজ্ঞানের মূলনীতি?ক) উপরিপাতনের নীতিখ) শক্তির সংরক্ষণশীলতা নীতিগ) ডাল্টনের নীতিঘ) থিয়োফ্রাসটাসের নীতি১০৫. X-ray আবিষ্কার করেন কে?ক) আইনস্টাইনখ) জগদীশ চন্দ্র বসুগ) বেকরেলঘ) রনজেন১০৬. মাত্রার সাথে সম্পর্কিত বাক্যগুলো লক্ষ কর:i. ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক হলো মাত্রাii. মাত্রা সমীকরণে মাত্রা নির্দেশ করতে তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয়iii. বলের মাত্রা [F]=[MLT-1]নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১০৭. বলবিদ্যা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?ক) গ্যালিলিওখ) আইনস্টাইনগ) ম্যাক্স প্লাঙ্কঘ) নিউটন১০৮. থেলিসের জীবনকাল –ক) ৬২৪ – ৫৬৯ খ্রিস্টাব্দখ) ৪৬০ – ৩৭০ খ্রিস্টাব্দগ) খ্রিস্টপূর্ব ৪৬০ – ৩৭০ঘ) খ্রিস্টপূর্ব ৬২৪ – ৫৬৯১০৯. দীপন ক্ষমতার একক নির্ধারণে কোন মৌলিক পদার্থটি ব্যবহৃত হয়েছে?ক) লোহাখ) তামাগ) প্লাটিনামঘ) পারদ১১০. স্লাইড ক্যালিপার্স – এর দ্বারা মাপজোখের ক্ষেত্রে নিচের বিবরণগুলো লক্ষ করো –i. সিলিন্ডার বা চোঙ বা বেলনের আয়তন নির্ণয়েii. ফাঁপা নলের অন্তর্ব্যাস ও বহির্ব্যাস নির্ণয়েiii. বস্তুর ভর নির্ণয়েনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১১. বিজ্ঞানের বন্ধ্যাত্বকালীন সময়ে ইউরোপীয় সভ্যতা জ্ঞান গ্রহণ করেছিল –i. বাইজানটাইন সভ্যতারii. গ্রিক সভ্যতারiii. মুসলিম সভ্যতারনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১২. কৃত্রিম উপগ্রহ ভূমিকা রাখছে –i. কম্পিউটার আবিষ্কারেii. আবহাওয়া পূর্বাভাস প্রদানেiii. যোগাযোগ সহজ করতেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১৩. পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে?ক) রজার বেকনখ) লিউনার্দো দা ভিঞ্চিগ) রবার্ট হুকঘ) হাইগেন১১৪. তাড়িতচৌম্বক তত্ত্বের ক্ষেত্রে সম্পর্ক আছে –i. ১৮৬৪ সালii. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলiii. তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রে একীভূতকরণনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১৫. যান্ত্রিক ত্রুটি কখন নির্ণয় করতে হয় –ক) পরীক্ষা শুরুর আগেখ) পরীক্ষার মাঝেগ) পরীক্ষার শেষেঘ) যন্ত্র কেনার সময়১১৬. একটি স্ক্রু গজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 এবং পিচ 1 mm, এটির লঘিষ্ঠ গুণন কত?ক) 0.1 mmখ) 1 mmগ) 0.001 mmঘ) 0.01 mm১১৭. তুলা যন্ত্রে কয়টি পাল্লা থাকে?ক) দুটিখ) তিনটিগ) চারটিঘ) পাঁচটি১১৮. সময়ের একক কী?ক) মিটারখ) কিলোগ্রামগ) সেকেন্ডঘ) মোল১১৯. ‘পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মকবাবে আহিত’ এটি কোন শতকের আবিষ্কার?ক) ঊনবিংশ শতাব্দীর শেষেখ) বিংশ শতাব্দীর শুরুতেগ) বিংশ শতাব্দীর শেষেঘ) একবিংশ শতাব্দীর শুরুতে১২০. কেপলারের গুরু কে ছিলেন?ক) কোপারনিকাসখ) টাইকোব্রাহেগ) রোমারঘ) নিউটন১২১. টলেমির মতবাদের বিরোধিতা করেন কে?ক) আল হাসেনখ) ইবনে আল হাইথামগ) টলেমিঘ) আল মাসুদী১২২. লিওনার্দো দা ভিঞ্চি –i. দক্ষতার সাথে কিছু সাধারণ যন্ত্র উদ্ভাবন করেনii. চিত্রশিল্পী ছিলেনiii. উড়োজাহাজ আবিষ্কার করেননিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১২৩. পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে?ক) পিথাগোরাসখ) ডেমোক্রিটাসগ) ইবনে সিনাঘ) আল হাজেন১২৪. নিচের কোনটির সাথে হাইগেনের কোনো সম্পর্ক নেই?ক) পেন্ডুলামীয় গতি পর্যালোচনাখ) ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশগ) আলোর প্রতিসরণের সূত্রঘ) আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন১২৫. বিজ্ঞানী গ্যালিলিও কোন দেশের অধিবাসী?ক) জার্মানীখ) স্পেনগ) ইতালীঘ) ফ্রান্স১২৬. কোনটি মৌলিক রাশি নয়?ক) কাজখ) পদার্থের পরিমাণগ) সময়ঘ) ভর১২৭. ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের বাম পাশে থাকলে কোন ত্রুটি হবে?ক) ধনাত্মকখ) ঋনাত্মকগ) নিরপেক্ষঘ) ক ও খ উভয়ই হতে পারে১২৮. নিউক্লিয়াস ফিশনযোগ্য এটি যে আবিষ্কার করেন –ক) অটোহান ও স্ট্রেসম্যানখ) হেনরী ও স্ট্রেসম্যানগ) হেনরী ও লেঞ্জঘ) অটোহান ও স্ট্রেসম্যান১২৯. নিউটন তার বিস্ময়কর প্রতিভার দ্বারা আবিষ্কার করেন –i. বলবিদ্যার বিখ্যাত তিনটি সূত্রii. সৃতিবিদ্যাiii. বিশ্বজনীন মহাকর্ষ সূত্রনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩০. আবদুস সালাম পেশায় ছিলেন –ক) বৈমানিকখ) প্রফেসরগ) গণিতবিদঘ) নকশাকার১৩১. রাশির সংকেত কোন হরফে লিখতে হয়?ক) ইটালিকখ) রোমানগ) গ্রিকঘ) জাপানিজ১৩২. পদার্থের অবিভাজ্য একক পরমাণু – কে এ ধারণা দেন?ক) আর্কিমিডিসখ) অ্যারিস্টার্কাসগ) ডেমোক্রিটাসঘ) রজার বেকন১৩৩. ৩০৯। চৌম্বক ক্রিয়া তড়িৎ প্রবাহ উৎপাদন করে এ ঘটনা আবিষ্কার করেন –i. মাইকেল ফ্যারাডেii. লেঞ্জiii. ওয়েরস্টেডনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩৪. একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের এক ঘরের মান 1mm এবং ভার্নিয়ারের ঘরের সংখ্যা 20 হলে ভার্নিয়ার ধ্রুবক কত?ক) 0.01 mmখ) 0.05 mmগ) 0.1 mmঘ) 0.5 mm১৩৫. আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়ে কোনটি ব্যবহার করা হয়?ক) স্লাইড ক্যালিপার্সখ) স্ক্রুগজগ) তুলাযন্ত্রঘ) ভার্নিয়ার স্কেল১৩৬. আলবার্ট আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করেন?ক) ১৮৫২খ) ১৮৫৮গ) ১৮৫৭ঘ) ১৯৫৫১৩৭. 10-12 F = কত?ক) 2 pFখ) 0.1 pFগ) 1 pFঘ) 0.01 pF১৩৮. যেসব রাশি স্বাধীন অর্থাৎ অন্য রাশির উপর নির্ভর করে না তাকে কী বলে?ক) সিংহ রাশিখ) মকর রাশিগ) লব্ধ রাশিঘ) মৌলিক রাশি১৩৯. ত্বরণের মাত্রা কোনটি?ক) LT-2খ) LT-1গ) ML-1T-2ঘ) ML-3১৪০. ইলেকট্রন মাইক্রোস্কোপ বিপ্লব এনেছে –i. বলবিদ্যায়ii. বস্তু বিজ্ঞানেiii. কোষ জীববিদ্যায়নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৪১. ১০ গিগা জুল এর সঠিক সংকেত কোনটি?ক) 10gjখ) 10 Gjগ) 10 gJঘ) 10 GJ১৪২. নিচের কোনটি লব্ধ একক?ক) দৈর্ঘ্যখ) আয়তনগ) ভরঘ) সময়১৪৩. 1 সেন্টিমিটারে কত মিলিমিটার?ক) 1খ) 10গ) 100ঘ) 1000১৪৪. নিউটনীয় বা চিরায়ত পদার্থবিজ্ঞানে –i. স্থান নিরবচ্ছিন্নii. স্থানকে অতিক্ষুদ্র অংশে ভাগ করা যায়iii. সক্ষাতের মধ্যে সব ঘটনা ঘটেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৪৫. ১৭১। কোনটি মৌলিক রাশি?ক) দীপন তীব্রতাখ) পদার্থের পরিমাণগ) তাপঘ) তড়িৎ বিভব১৪৬. আন্তর্জাতিক পদ্ধতিতে প্রতিটি ভৌত রাশির জন্য কয়টি একক নির্ধারণ করা হয়েছে?ক) একটিখ) তিনটিগ) পাঁচটিঘ) সাতটি১৪৭. নিচের বিবৃতিগুলো লক্ষ করো –i. স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর ওজন মাপা যায়ii. তড়িৎ প্রবাহ মাত্রায় একক মোলiii. আপেক্ষিক গুরুত্ব একটি মাত্রাহীন রাশিনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৪৮. অন্য এককের উপর ভিত্তি করে যে একক পাওয়া যায় তাকে বলে-ক) মৌলিক এককখ) লাম্বিক এককগ) দেশীয় এককঘ) লব্ধ একক১৪৯. ১০৯। নিচের কোনটি রনজেন আবিষ্কার করেন?ক) তেজস্ক্রিয়তাখ) আপেক্ষিক তত্ত্বগ) কোয়ান্টাম তত্ত্বঘ) এক্স-রে১৫০. বোসন কার নাম থেকে এসেছে?ক) জগদীশ চন্দ্র বসুখ) সুভাষ চন্দ্র বসুগ) সত্যেন্দ্রনাথ বসুঘ) শরৎচন্দ্র বসু১৫১. মাইক্রো বলতে 10 এর সূচক কত বোঝায়?ক) -3খ) -4গ) -5ঘ) -6১৫২. কত সালে ম্যাক্সওয়েল আলোর তাড়িতচৌম্বক তরঙ্গ তত্ত্ব প্রদান করেন?ক) ১৮৩১খ) ১৮৫৮গ) ১৮৬৪ঘ) ১৮৫৭১৫৩. ১ মিটারে কত সেন্টিমিটার?ক) 10খ) 100গ) 1000ঘ) 1১৫৪. কোন সূত্র ব্যবহার করে আর্কিমিডিস ধাতুর ভেজাল নির্ণয় করেন?ক) লিভারের নীতিখ) জ্যামিতিক উপপাদ্যগ) পরমাণু তত্ত্বঘ) তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল১৫৫. তাড়িতচৌম্বক তরঙ্গের মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে শক্তি প্রেরণে সক্ষম হন –i. মার্কনীii. ক্লার্ক ম্যাক্সওয়েলiii. জগদীশ চন্দ্র বসুনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii১৫৬. 1 পিকো ফ্যারাডে = - ফ্যারাড।ক) 10-9খ) 10-10গ) 10-11ঘ) 10-12১৫৭. নিচের কোনটি মৌলিক রাশি নয়?ক) ভরখ) তাপগ) তড়িৎ প্রবাহঘ) পদার্থের পরিমাণ১৫৮. নিচের কোনটি শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?ক) বায়ুকলখ) বায়ুবাষ্পগ) বাষ্পীয় ইঞ্জিনঘ) ইউরেনিয়াম১৫৯. পদার্থবিজ্ঞানে বিভিন্ন রাশির বা এককের জন্য বিভিন্ন সংকেত ও প্রতীক ব্যবহার করা হয় এককের কোন পদ্ধতি অনুসরণ করে?ক) F.P.S পদ্ধতিখ) CGS পদ্ধতিগ) আন্তর্জাতিক পদ্ধতিঘ) ব্রিটিশ পদ্ধতি১৬০. স্ক্রু গজে প্রধানত কয় ধরনের ত্রুটি দেখা যায়?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ১৬১. কোনটি লব্ধ রাশি?ক) ভরখ) দীপন ক্ষমতাগ) তড়িৎপ্রবাহঘ) ঘনত্ব১৬২. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কে?ক) জেমস ওয়াটখ) লেঞ্জগ) ওয়েরস্টেডঘ) মাইকেল ফ্যারাডে১৬৩. কোয়ান্টাম তত্ত্ব কখন আবিষ্কৃত হয়?ক) অষ্টাদশ শতাব্দীতেখ) ঊনবিংশ শতাব্দীর শেষেগ) বিংশ শতাব্দীর শুরুতেঘ) বিংশ শতাব্দীর শেষে১৬৪. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কী?ক) জুলখ) নিউটনগ) প্যাসকেলঘ) কেলভিন১৬৫. বিজ্ঞান সকল জাতির জন্য বয়ে এনেছে –i. উন্নতিii. সমৃদ্ধিiii. অকল্যাণনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৬৬. মাইকেল ফ্যারাডে কত সালে জন্মগ্রহণ করেন?ক) ১৭৭৭খ) ১৭৯১গ) ১০৯৭ঘ) ১৮০৪১৬৭. 104/10-6= ?ক) 10-2খ) 10-10গ) 102ঘ) 1010১৬৮. আবহাওয়ার পূর্বাভাস দানে ভূমিকা রাখছে –ক) টেলিভিশনখ) রেডিওগ) কৃত্রিম উপগ্রহঘ) আইপ্যাড১৬৯. এককের আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে কী বলা হয়?ক) S.Iখ) C.G.Sগ) I.S.Uঘ) M.K.S১৭০. প্রধানত কয়টি রাশিকে মৌলিক রাশি বলে?ক) ৭টিখ) ৮টিগ) ১১টিঘ) ১৩টি১৭১. কম্পিউটার মানুষের ক্ষমতা –ক) স্থবির করেছেখ) কমিয়ে দিয়েছেগ) বাড়িয়ে দিয়েছেঘ) ধ্বংস করেছে১৭২. পিথাগোরাস অবদান রেখেছেন –i. কম্পমান তারের উপরii. জ্যামিতিক উপপাদ্যiii. পরমাণুর গঠননিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৭৩. সৌরতত্ত্বের ধারণা, বর্ণনা ও সত্যতা যাচাই এর সাথে জড়িত –i. কোপারনিকাসii. কেপলারiii. টাইকোব্রাহেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৭৪. নিচের বিবরণগুলো লক্ষ করো –i. তাপ মৌলিক রাশিii. দীপন তীব্রতা লব্ধ রাশিiii. তড়িৎ প্রবাহ মৌলিক রাশিনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৭৫. জগদীশ চন্দ্র বসু কোন দেশীয় বিজ্ঞানী ছিলেন?ক) গ্রিকখ) স্পেনীয়গ) বাংলাদেশীয়ঘ) রোমান১৭৬. নীলস বোরের কোন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা পারমাণবিক পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ?ক) হাইড্রোজেনখ) হিলিয়ামগ) সোডিয়ামঘ) ইউরেনিয়াম১৭৭. এস.আই. – এর মৌলিক একক কয়টি?ক) ৫টিখ) ৮টিগ) ৭টিঘ) ১০টি১৭৮. কেপলার কোন বিজ্ঞানীর ধারণার সাধারণ গাণিতিক বর্ণনা দেন তিনটি সূত্রের সাহায্যে?ক) কোপার্নিকাসখ) থেলিসগ) নিউটনঘ) ডপলার১৭৯. কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে কী বলে?ক) পাওয়ারখ) মাত্রাগ) সমষ্টিঘ) বল১৮০. যে সকল যন্ত্র স্ক্রু নাট নীতির উপর ভিত্তি করে তৈরি সে সকল যন্ত্রের কী ত্রুটি দেখা যায়?ক) পিছন ত্রুটিখ) শূন্য ত্রুটিগ) প্যারালাক্সঘ) ক ও খ উভয়ই১৮১. গ্যালিলিও কোন বিদ্যার ভিত্তি স্থাপন করেন?ক) বলবিদ্যাখ) সৃতিবিদ্যাগ) ক্যালকুলাসঘ) জ্যোতির্বিদ্যা১৮২. পশ্চিম ইউরোপীয় সভ্যতা কখন বাইজানটাইন ও মুসলিম সভ্যতার জ্ঞানের ধারা গ্রহণ করেছিল?ক) সপ্তদশ শতাব্দীর পূর্বেখ) পঞ্চদশ শতাব্দীর পূর্বেগ) ত্রয়োদশ শতাব্দীর পূর্বেঘ) ষোড়শ শতাব্দীর পূর্বে১৮৩. আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কী?ক) গ্রামখ) কিলোগ্রামগ) মোলঘ) পাউন্ড১৮৪. 1 মাইক্রো উপসর্গটি নির্দেশ করে –ক) 10-5খ) 10-7গ) 10-6ঘ) 10-3১৮৫. ডা. গিলবার্ট চিরস্মরণীয় হয়ে আছেন যে কাজের জন্য –i. চুম্বক তত্ত্ব প্রদানii. আলোর প্রতিসরণের সূত্র প্রদানiii. চুম্বকত্ব নিয়ে গবেষণানিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৮৬. নিচের কোনটিকে নিউটনের অবদান আছে?ক) সৌরতত্ত্বখ) চুম্বক তত্ত্বগ) শব্দ বিজ্ঞানঘ) আপেক্ষিক বস্তু১৮৭. “পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত” – এটি কার মত?ক) ইউক্লিডখ) টলেমিগ) নিউটনঘ) রজার বেকন১৮৮. মূল স্কেলের পাঠ 14 মি.মি., ভার্নিয়ার ধ্রুবক 0.1 মি.মি. এবং ভার্নিয়ার পাঠ 3 হলে মোট পাঠ কত হবে?ক) 14.3 সে.মি.খ) 1.43 সে.মি.গ) 14.3 মি.মি.ঘ) 143 মি.মি.১৮৯. নিচের বিবৃতিগুলো লক্ষ কর:i. রোমার আলোর বেগ নির্ণয় করেনii. পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন রবার্ট হুকiii. সৌরতত্ত্বের গাণিতিক বর্ণনা দেন কোপারনিকাসনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৯০. তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয় –ক) কম্পিউটারেখ) মহাশূন্যযানেগ) ইলেকট্রনিক্সেঘ) রোগ নিরাময়ে১৯১. চন্দ্রশেখর রমন কত সালে নোবেল পুরস্কার পান?ক) ১৯১৩খ) ১৯১৭গ) ১৯৩০ঘ) ১৯৭৯১৯২. দৈর্ঘ্য কেমন রাশি?ক) কর্কট রাশিখ) লব্ধ রাশিগ) মৌলিক রাশিঘ) যৌগিক রাশি১৯৩. 1 মিলিমিটার = কত মিটার?ক) 10খ) 102গ) 103ঘ) 10-3১৯৪. পিথাগোরাস অবদান রেখেছেন কোন কোন বিষয়ের উপর?ক) লীভারের নীতিখ) পরমাণু তত্ত্বগ) জ্যামিতিক উপপাদ্য ও কম্পমান তারঘ) জ্যোতির্বিজ্ঞান১৯৫. আলোর বেগ পরিমাপ করেন কে?ক) রবার্ট বয়েলখ) কেপলারগ) গ্যালিলিওঘ) রোমার১৯৬. আমাদের আরাম-আয়েশ ও চিত্তবিনোদনের ক্ষেত্রে কিসের ভূমিকা বেশি?ক) চুম্বকখ) তড়িৎগ) তাপঘ) ক ও খ১৯৭. লিউনার্দো দা ভিঞ্চি কে ছিলেন?ক) নৃত্য শিল্পীখ) বিজ্ঞানীগ) গণিতবিদঘ) চিত্রশিল্পী১৯৮. স্ক্রুগজ ব্যবহার করা হয় –i. তারের ব্যাসার্ধ নির্ণয়েii. দন্ডের দৈর্ঘ্য নির্ণয়েiii. সরু চোঙের ব্যাসার্ধ নির্ণয়েনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৯৯. কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন?ক) প্ল্যাঙ্কখ) আইনস্টাইনগ) রাদারফোর্ডঘ) হাইজেনবার্গ২০০. মানুষ চাঁদে পদার্পন করে কোন শতাব্দীতে?ক) অষ্টাদশখ) ঊনবিংশগ) বিংশঘ) একবিংশ২০১. স্ক্রু গজের ক্ষেত্রে পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের কোনটি পাওয়া যায়?ক) পিচখ) লঘিষ্ঠ গণনগ) ভার্নিয়ার ধ্রুবকঘ) যান্ত্রিক ত্রুটি২০২. ৩৩৫। ভার্নিয়ার স্কেল –i. সেন্টিমিটারের ভগ্নাংশ মাপতে ব্যবহৃত হয়ii. পিয়েরে ভার্নিয়ার আবিষ্কার করেনiii. মিটার স্কেলের সাথে ব্যবহার করে মিলিমিটারের ভগ্নাংশ সঠিকভাবে নির্ণয় করা হয়নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০৩. নিচের কোন রাশিটি মৌলিক রাশির উপর নির্ভর করে?i. শক্তিii. তড়িৎ প্রবাহiii. সরণের পরনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০৪. আবদুস সালাম কোন দেশের নোবেল বিজয়ী?ক) ভারতখ) বাংলাদেশগ) সৌদি আরবঘ) পাকিস্তান২০৫. ডেমোক্রিটাস কোন বিষয়ের প্রাথমিক ধারণা দিয়েছেন?ক) অণুখ) পরমাণুগ) বন্ধনঘ) পর্যায় সারণি২০৬. ক্যান্ডেলা কোনো আলোক উৎস দিকে একবর্ণী বিকিরণ নি:সরণ করে এবং ঐ নির্দিষ্ট দিকে তার বিকিরণ তীব্রতা প্রতি স্টেরিডিয়ান ঘন কোণে কত?ক) 1/863 ওয়াটখ) 863 ওয়াটগ) 1/368 ওয়াটঘ) 1/683 ওয়াট২০৭. একটি দন্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল 4cm, ভার্নিয়ার সমপাতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm। দন্ডটির দৈর্ঘ্য কত?ক) 4.07 cmখ) 4.7 cmগ) 4.07 cmঘ) 4.7 cm২০৮. 1 fm = কত?ক) 10-12 mখ) 10-15 mগ) 10-25 mঘ) 10-9 m২০৯. গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেন?ক) ১৬৪২খ) ১৭২৭গ) ১৫৬৪ঘ) ১৫৭১২১০. তাড়িতচৌম্বক তরঙ্গের ব্যবহারের মাধ্যমে কোন যন্ত্রটি আবিষ্কার করা হয়?ক) ক্যামেরাখ) বেতারগ) তড়িৎ মোটরঘ) বায়ুকল২১১. চৌম্বক ক্রিয়া তড়িৎ প্রবাহ উৎপাদন করে – এ ঘটনা আবিষ্কার করেন –ক) ওয়েরস্টেড, ফ্যারাডে ও হেনরীখ) ওয়েরস্টেড, ফ্যারাডে ও লেঞ্জগ) ফ্যারাডে, জেমস ওয়ার্ট ও লেঞ্জঘ) ফ্যারাডে, হেনরী ও লেঞ্জ২১২. কোনো কিছু কেন ঘটে, কীভাবে ঘটে এসব প্রশনের জবাব খুঁজতেন কোন বিজ্ঞানীক) অ্যারিস্টটলখ) রবার্ট বেকনগ) গ্যালিলিওঘ) নিউটন২১৩. পদার্থবিজ্ঞানে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়?ক) পদার্থ ও উদ্ভিদখ) উদ্ভিদ ও প্রাণীগ) শক্তি ও প্রাণীঘ) পদার্থ ও শক্তি২১৪. ইউরোপকে শিল্প বিপ্লবের দিকে নিয়ে যায় –i. অষ্টাদশ শতাব্দীর আবিষ্কারii. ঊনবিংশ শতাব্দীর আবিষ্কারiii. বিংশ শতাব্দীর আবিষ্কারনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১৫. নিচের কোন রাশিটি অন্যরাশির উপর নির্ভরশীল?ক) তাপমাত্রাখ) ওজনগ) তড়িৎ প্রবাহঘ) দীপন ক্ষমতা২১৬. মিটার স্কেল ব্যবহার করে কোনটি পর্যন্ত সঠিকভাবে মাপা যায়?ক) মিটারখ) মাইক্রোমিটারগ) ন্যানোমিটারঘ) সেন্টিমিটার২১৭. মাইক্রো বলতে 10 – এর সূচক কত বুঝায়?ক) -3খ) -6গ) -9ঘ) -12২১৮. স্ক্রু গজের সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি সংখ্যা –ক) 1খ) 2গ) 3ঘ) 4২১৯. এক ন্যানোমিটার সমান কত?ক) 10-9 mখ) 109 mগ) 10-12 mঘ) 1012 m২২০. যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে কী বলে?ক) পরিমাণখ) ভরগ) মৌলিক রাশিঘ) পরিমাপের একক২২১. কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে কী বলে?ক) পরিমাপখ) পরিমাণগ) ওজন নির্ণয়ঘ) বল নির্ণয়২২২. রমন প্রভাব কোন দেশের বিজ্ঞানীর আবিষ্কার?ক) ভারতীয়খ) পাকিস্তানীয়গ) আমেরিকানঘ) ইউরোপীয়২২৩. এককের সংকেত লেখা হয় –i. বড় হাতের হরফেii. ছোট হাতের হরফেiii. ব্যক্তির নাম থেকে গৃহীত এককের প্রথম অক্ষর বড় হাতের হরফেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২২৪. বোসন কোন ধরনের কণা?ক) মৌলিক কণাখ) সহমৌলিক কণাগ) কৃত্রিম কণাঘ) জটিল কণা২২৫. ন্যানো উপসর্গের উৎপাদক কোনটি?ক) 109খ) 107গ) 10-7ঘ) 10-9২২৬. আরব মুসলিম বিজ্ঞানীরা ভৌত বিজ্ঞানের কোন শাখায় বেশি পারদর্শী ছিলেন?ক) জ্যোতির্বিদ্যাখ) গণিত শাস্ত্রগ) রসায়নঘ) পদার্থবিজ্ঞান২২৭. যে একক মৌলিক এককের সাহায্যে প্রতিপাদিত হয়েছে তার নাম কী?ক) লব্ধ এককখ) মৌলিক এককগ) সি.জি.এস. এককঘ) দেশীয় একক২২৮. একটি তারকে একটি স্ক্রু-গজে স্থাপন করার পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে, রৈখিক স্কেল পাঠ 2 mm, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 30 এবং লঘিষ্ঠ গণন 0.01 mm। তারটির ব্যাস কত?ক) 16 mmখ) 2.2 mmগ) 2.3 mmঘ) 3.4 mm২২৯. কে বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন?ক) কেপলারখ) রোমারগ) গ্যালিলিওঘ) ড. গিলবার্ট২৩০. বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় –ক) লঘিষ্ঠ গণনখ) পিচগ) ভার্নিয়ার ধ্রুবকঘ) যান্ত্রিক ত্রুটি২৩১. চিরায়ত পদার্থবিজ্ঞানে স্থান হচ্ছে –ক) ত্রিমাত্রিক এক বিস্তৃতিখ) ত্রিমাত্রিক দুই বিস্তৃতিগ) দ্বিমাত্রিক এক বিস্তৃতিঘ) দ্বিমাত্রিক দুই বিস্তৃতি২৩২. বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার করেন কোনটি?ক) তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্রখ) মহাকর্ষ সূত্রগ) উড়োজাহাজের মডেলঘ) ক্যালকুলাস২৩৩. লঘিষ্ঠ গণনকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয় –ক) Mখ) Dগ) Lঘ) LC২৩৪. কোপারনিকাসের সৌরকেন্দ্রিক ধারণার গাণিতিক বর্ণনা দেন কে?ক) কেপলারখ) টাইকোব্রাহেরগ) কোপারনিকাসঘ) নিউটন২৩৫. বিংশ শতাব্দীতে মহাশূন্য অভিযান চলে –i. চাঁদেii. মঙ্গলগ্রহেiii. শুক্রেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৩৬. নিচের কোন রাশিটি মৌলিক রাশির উপর নির্ভর করে?i. আয়তনii. সময়iii. একক সময়ে সরণনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৩৭. পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে কোনো অল্প জিনিসের ভর সূম পরিমাপের জন্য কোনটি সর্বাপেক্ষা উপযোগী?ক) স্ক্রু গজখ) স্লাইড ক্যালিপার্সগ) মিটার স্কেলঘ) তুলা যন্ত্র২৩৮. তাড়িত দুর্বল বল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় উপমহাদেশের কোন বিজ্ঞানীকে?ক) চন্দ্রশেখর রমনখ) আবদুস সালামগ) সত্যেন্দ্রনাথ বসুঘ) স্যার জগদীশ চন্দ্র বসু২৩৯. আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন কে?ক) ম্যাক্সওয়েলখ) ম্যাক্সপ্লাঙ্কগ) আইনস্টাইনঘ) সত্যেন্দ্রনাথ বসু২৪০. নিউক্লিয়াস ফিশনযোগ্য আবিষ্কারের সাথে সম্পর্ক আছে –i. অটোহানii. ১৯৩৮ সালiii. স্ট্রেসম্যাননিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪১. ইউরোনিয়াম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?ক) রনজেনখ) বেকরেলগ) মাদামকুরিঘ) পিয়েরে কুরি২৪২. নিচের বিবরণগুলো লক্ষ করো:i. বল, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি মাপতে অভিন্ন একক ব্যবহৃত হয়ii. কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপiii. যে আদর্শ/স্ট্যান্ডার্ড – এর সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তা হলো পরিমাপের এককনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪৩. ইউক্লিড প্রথম কোন জ্যামিতিক ধারণা উপস্থাপন করেন?ক) সময়খ) স্থানগ) বস্তুঘ) পাত্র২৪৪. অটোহান ও স্ট্রেসম্যান নির্ণয় করেন নিউক্লিয়াস –ক) ফিউশনযোগ্যখ) ফিশনযোগ্যগ) ধনাত্মক চার্জযুক্তঘ) ঋণাত্মক চার্জযুক্ত২৪৫. সৌরকেন্দ্রিক প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথের কল্পনা করেন কে?ক) টাইকোব্রাহেরখ) কেপলারগ) কোপারনিকাসঘ) গ্যালিলিও২৪৬. চাপভেদে গ্যাসের ধর্ম বের করার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালান কে?ক) রবার্ট হুকখ) রবার্ট বয়েলগ) হাইগেনঘ) স্নেল২৪৭. স্যাভ্রে কোন দেশের শহর?ক) ইতালিখ) ফ্রান্সগ) রাশিয়াঘ) চীন২৪৮. ত্রয়োদশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানে অবদান রাখেন –i. হাইগেনii. রজার বেকনiii. লিউনার্দো দা ভিঞ্চিনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪৯. মাইক্রো উপসর্গের উৎপাদক কোনিটি?ক) 10-9খ) 10-6গ) 106ঘ) 109২৫০. ইন্টারন্যাশনাল ওয়েটস এন্ড মেজারস –i. ফ্রান্সের স্যাভ্রতে অবস্থিতii. এটি প্লাটিনাম ইরিডিয়ামে রক্ষিত আছেiii. ইতালিতে অবস্থিতনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৫১. সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দেন কে?ক) কেপলারখ) রোমারগ) কোপারনিকাসঘ) টাইকোব্রাহের২৫২. তাড়িত দুর্বল বল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় কত জনকে?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ২৫৩. 1 মাইক্রো উপসর্গের উৎপাদক কোনটি?ক) 106 অ্যাম্পিয়ারখ) 103 অ্যাম্পিয়ারগ) 10-6 অ্যাম্পিয়ারঘ) 10-3 অ্যাম্পিয়ার২৫৪. বস্তু থেকে আমাদের চোখে আলো আসে বলেই আমরা বস্তুকে দেখতে পাই এই কথাটি কার?ক) টলেমিখ) ডা. গিলবার্টগ) ইবনে আল হাইথামঘ) আল হাজেন২৫৫. থেলিস সম্পর্কে সঠিক উক্তি হলো –i. থেলিস সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণী করেনii. কম্পমান তারের উপর থেলিসের কাজ স্থায়ী অবদান রেখেছিলiii. থেলিস লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেননিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৫৬. নিচের বাক্যগুলো লক্ষ কর:i. আলোক তত্ত্ব পদার্থবিজ্ঞানের একটি উপশাখাii. লিওনার্দো দা ভিঞ্চির বলবিদ্যায় যথেষ্ট জ্ঞান ছিলiii. ভন গুয়েরিক বায়ু পাম্প আবিষ্কার করেননিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৫৭. আর্কিমিডিস কীসের সাহায্যে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরাতেন?ক) সমতল দর্পণখ) গোলীয় দর্পণগ) স্বচ্ছ কাচ দন্ডঘ) দিয়াশলাই২৫৮. সত্যেন্দ্রনাথ বসু গুরুত্বপূর্ণ অবদান রাখেন –ক) পদার্থবিজ্ঞানেখ) রসায়নেগ) উদ্ভিদ বিজ্ঞানেঘ) প্রাণিবিজ্ঞানে২৫৯. ভার্নিয়ারের কোনো দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সাথে মিলে যায় বা দাগের সবচেয়ে কাছাকাছি থাকে তবে ঐ দাগই হবে –ক) ভার্নিয়ার ধ্রুবকখ) যান্ত্রিক ত্রুটিগ) ভার্নিয়ার সমপাতনঘ) ভার্নিয়ার ক্যালিপার্স২৬০. গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে তত্ত্বের সত্যতা যাচাই এ বৈজ্ঞানিক ধারার সূচনাকারী কে?ক) নিউটনখ) গ্যালিলিওগ) জেমজ ওয়াটঘ) রজার বেকন২৬১. সিফাত বাজার থেকে 2kg মাংস কিনে আনল। এখানে মাংসের কী নির্ণয় করা হয়েছে?ক) ওজনখ) ভরগ) আয়তনঘ) দৈর্ঘ্য২৬২. ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বেকরেল কী আবিষ্কার করেন?ক) X-rayখ) বোসন কণাগ) ইউরোনিয়াম তেজস্ক্রিয়তাঘ) নিউক্লিয় তত্ত্ব২৬৩. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে কোনটি আবিষ্কার করা হয়?ক) বাষ্পীয় ইঞ্জিনখ) তড়িৎ ইঞ্জিনগ) জেনারেটরঘ) বায়ুপাম্প২৬৪. নিউটনীয় স্থান-কালের ধারণাতে ‘সময়’ কত মাত্রিক?ক) একমাত্রিকখ) দ্বিমাত্রিকগ) মাত্রাহীনঘ) ত্রিমাত্রিক২৬৫. পাঠ নেওয়ার সময় স্ক্রুকে একই দিকে ঘুরিয়ে যে যান্ত্রিক ত্রুটি পরিহার করা যেতে পারে –ক) শূন্য ত্রুটিখ) পিছট ত্রুটিগ) ধনাত্মক ত্রুটিঘ) ঋনাত্মক ত্রুটি২৬৬. ডেমোক্রিটাস কোন দেশের নাগরিক ছিলেন?ক) ভারতখ) ইতালিগ) গ্রিকঘ) মিসর২৬৭. আন্তর্জাতিক পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কী?ক) ভোল্টখ) অ্যাম্পিয়ারগ) ওহমঘ) কেলভিন২৬৮. গোলীয় দর্পণের সাহায্যে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন কোন বিজ্ঞানী?ক) অ্যারিস্টটলখ) অ্যারিস্টার্কাসগ) ডেমোক্রিটাসঘ) আর্কিমিডিস২৬৯. পদার্থবিজ্ঞান আমাদের –i. কল্পনাকে উদ্দীপ্ত করেii. পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করেiii. চিন্তা শক্তির বিকাশ ঘটায়নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭০. বায়ুকলের সাহায্যে কি উৎপাদন করা যায়?ক) শব্দ শক্তিখ) তড়িৎ শক্তিগ) তরঙ্গ শক্তিঘ) আলোক শক্তি২৭১. ম্যাক্সপ্লাঙ্ক কত সালে মারা যান?ক) ১৯২০খ) ১৯৪৭গ) ১৮৭৯ঘ) ১৯৫৫২৭২. পর্যবেক্ষকের কাণে পাঠে যে ত্রুটি আসে তাকে কী বলে?ক) দৈব ত্রুটিখ) শূন্য ত্রুটিগ) যান্ত্রিক ত্রুটিঘ) ব্যক্তিগত ত্রুটি২৭৩. সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎ বাণী কে করেছিলেন?ক) পিথাগোরাসখ) থেলিসগ) লোডস্টোনঘ) ডেমোট্রিটাস২৭৪. কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে?ক) ম্যাক্সওয়েলখ) হাইগেনগ) ম্যাক্সপ্লাঙ্কঘ) নিউটন২৭৫. পদার্থবিজ্ঞানে আছে –i. তত্ত্ব সৃষ্টি ও গণিতের প্রয়োগii. ব্যবহারিক উন্নয়ন বা বিকাশiii. প্রকৌশল শাস্ত্রনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭৬. কত সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল দেখান যে আলো এক প্রকার চৌম্বক তরঙ্গ?ক) ১৮৫৪খ) ১৮৬৪গ) ১৮৭৪ঘ) ১৮৮৪২৭৭. সত্যেন্দ্রনাথ বসুর তত্ত্ব কী নামে পরিচিত?ক) জুলি-কুরি তত্ত্বখ) বোস-আইনস্টাইন সংখ্যায়নগ) বসু তত্ত্বঘ) আপেক্ষিক তত্ত্ব২৭৮. পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন কে?ক) নীলস বোরখ) রাদার ফোর্ডগ) আইনস্টাইনঘ) নিউটন২৭৯. কোনটি তুলা যন্ত্রের অংশ নয়?ক) তুলা পাত্রখ) কাচবাক্সগ) লিভারঘ) তুলা দন্ড২৮০. সৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করে কে?ক) আইনস্টাইনখ) টলেমিগ) অ্যারিস্টটলঘ) গ্যালিলিও২৮১. ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলে –ক) মাত্রাখ) রাশিগ) এককঘ) পরিমেয় বস্তু২৮২. আর্কিমিডিস কোন দেশের বিজ্ঞানী ছিলেন?ক) ভারতখ) চীনগ) মিসরঘ) গ্রিক২৮৩. বিজ্ঞানের চাবিকাঠি কোনটি?ক) জীববিজ্ঞানখ) পদার্থবিজ্ঞানগ) গণিতঘ) রসায়ন২৮৪. নীলস বোরের হাইড্রোজেন পরমাণুর কীসের ধারণা পারমাণবিক পদার্থবিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?ক) ইলেকট্রন সংখ্যাখ) পারমাণবিক সংখ্যাগ) ইলেকট্রন স্তরঘ) ভর সংখ্যা২৮৫. পদার্থবিজ্ঞান বিজ্ঞানের কেমন শাখা?ক) মৌলিক শাখাখ) রাসায়নিক শাখাগ) যৌগিক শাখাঘ) উপরের সবগুলো২৮৬. বাতাসের দুটি অণুর মধ্যকার দূরত্ব কত?ক) 0.0000001 mখ) 0.00000001 mগ) 0.0000001 cmঘ) 0.000000001 m২৮৭. ১৩৮। শেলডন প্লাশো কোন দেশের বিজ্ঞানী?ক) স্পেনখ) জার্মানিগ) ফ্রান্সঘ) মার্কিন যুক্তরাষ্ট্র২৮৮. খুব অল্প জিনিসের ভর সূক্ষ্মভাবে নির্ণয় করতে হয় –ক) নিক্তি দ্বারাখ) তুলা যন্ত্র দ্বারাগ) উভয়টি দ্বারাঘ) কোনোটিই নয়২৮৯. তুলা যন্ত্রকে কোথায় রাখা হয়?ক) কাঠের বাক্সেখ) কাচের বাক্সেগ) লোহার বাক্সেঘ) তামার বাক্সে২৯০. উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী বিজ্ঞানী কে?ক) রবীন্দ্রনাথ ঠাকুরখ) চন্দ্রশেখর রমনগ) আবদুস সালামঘ) ড. ইউনুস২৯১. পদার্থবিজ্ঞান পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে উদঘাটন করে –i. কণার গঠনii. শক্তির রূপান্তরiii. বস্তু ও শক্তির রূপান্তর সম্পর্কনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) iii২৯২. লিউনার্দো দা ভিঞ্চি পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন –ক) পনের শতকের শেষ দিকেখ) পনের শতকের প্রথম দিকেগ) ষোল শতকের শেষ দিকেঘ) ষোল শতকের প্রথম দিকে২৯৩. প্রকৃতির মৌলিক নিয়মগুলো আবিষ্কার কোন বিজ্ঞানের অবদান?ক) পদার্থবিজ্ঞানখ) জ্যোতির্বিদ্যাগ) রসায়ন বিজ্ঞানঘ) ভূ-বিদ্যা২৯৪. নিচের কোনটির সাথে ডা. গিলবার্টের সম্পর্ক রয়েছে?ক) ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশখ) বিভিন্ন চাপের গ্যাসের ধর্ম নির্ণয়গ) চুম্বকত্ব নিয়ে গবেষণাঘ) আলোর বেগ নির্ণয়২৯৫. স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দন্ডের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য নিম্নোক্ত তথ্য পাওয়া গেল – স্কেলের পাঠ (M) = 1.5 cm VC.C = 0.05 mm এবং ভার্নিয়ার সম্পাতন = 10, দন্ডটির দৈর্ঘ্য কত?ক) 1.45 cmখ) 1.505 cmগ) 1.55 mmঘ) 15.05 cm২৯৬. নিচের কোনটি মৌলিক একক?ক) লুমেনখ) জুলগ) অ্যাম্পিয়ারঘ) নিউটন২৯৭. নিচের কোনটি গণিতের নতুন শাখা?ক) পাটিগণিতখ) জ্যামিতিগ) বীজগণিতঘ) ক্যালকুলাস২৯৮. কোনটি মৌলিক রাশি?ক) ভরখ) আয়তনগ) বলঘ) ঘনত্ব২৯৯. বিকৃতকরণ বল – এর ক্রিয়ায় স্থিতিস্থাপক বস্তুর ধর্ম অনুসন্ধান করেন কে?ক) হাইগেনখ) রবার্ট বয়েলগ) রবার্ট হুকঘ) নিউটন৩০০. আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে?ক) হাইগেনখ) স্নেলগ) রবার্ট হুকঘ) ভন গুয়েরিক৩০১. আর্কিমিডিস ছিলেন একজন –ক) গণিতবিদখ) দার্শনিকগ) কেমিস্টঘ) জ্যোতির্বিজ্ঞানী৩০২. বিজ্ঞানের কোন শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয়?ক) উদ্ভিদ বিজ্ঞানখ) রসায়নগ) প্রাণিবিজ্ঞানঘ) পদার্থবিজ্ঞান৩০৩. বিজ্ঞানের উন্নতি, সমৃদ্ধি সকল জাতির মানুষের জন্য কি বয়ে এনেছে?ক) অর্থখ) সম্পদগ) কল্যাণঘ) ধ্বংস৩০৪. মিটার স্কেলের ক্ষেত্রে –i. এর দৈর্ঘ্য 100 সেন্টিমিটারii. এই স্কেলের এক পাশ সেন্টিমিটার এবং অপর পাশ ইঞ্চিতে দাগ কাটা থাকেiii. এই স্কেল মিলিমিটারে দাগাঙ্কিত থাকে নানিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩০৫. বোস-আইনস্টাইন সংখ্যায়ন এর সাথে জড়িত –i. স্যার জগদীশ চন্দ্র বসুii. আলবার্ট আইনস্টাইiii. সত্যেন্দ্রনাথ বসুনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩০৬. মিটার কিসের একক?ক) ভরেরখ) সময়েরগ) দৈর্ঘ্যেরঘ) তাপমাত্রার৩০৭. বিশ্বজনীন মহাকর্ষ সূত্র এর আবিষ্কারক কে?ক) নিউটনখ) গ্যালিলিওগ) আইনস্টাইনঘ) স্টিফেন হকিংস৩০৮. 1 ফেমটোমিটার সমান কত?ক) 10-18 mখ) 10-12 mগ) 10-51 mঘ) 10-15 m৩০৯. একটি সিলিন্ডারের ব্যাস নির্ণয়ের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে কোন যন্ত্র ব্যবহার করা হয়?ক) মিটার স্কেলখ) ভার্নিয়ার স্কেলগ) স্লাইড ক্যালিপার্সঘ) সেন্টিমিটার স্কেল৩১০. কয়টি লেভেলিং – এর সাহায্যে তুলা যন্ত্রকে লেভেলিং করা হয়?ক) দুটিখ) তিনটিগ) চারটিঘ) পাঁচটি৩১১. বস্তুর পতনের নিয়ম – এর আবিষ্কারকের নাম কী?ক) গ্যালিলিওখ) আর্কিমিডিসগ) আইনস্টাইনঘ) নিউটন৩১২. পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে?ক) টলেমিখ) রজার বেকনগ) রবার্ট হুকঘ) হাইগেন৩১৩. আধুনিক সভ্যতা কার ফসল?ক) রাজনীতিখ) বিজ্ঞানগ) অর্থনীতিঘ) সংস্কৃতি৩১৪. কোন বিজ্ঞানের নীতিগুলো বিজ্ঞানের অন্যান্য শাখাসমূহের ভিত্তি তৈরি করেছে?ক) পদার্থবিজ্ঞানখ) রসায়নগ) উদ্ভিদ বিজ্ঞানঘ) প্রাণিবিজ্ঞান৩১৫. প্রকৃতি মেনে চলে –i. শক্তির সংরক্ষণশীলতা নীতিii. নিউক্লিয় তত্ত্বiii. মহাকর্ষ সূত্রনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩১৬. রোমার কোন গ্রহের/উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন?ক) ইউরেনাসখ) শনিগ) নেপচুনঘ) বৃহস্পতি৩১৭. আল মাসুদী এনসাইক্লোপিডিয়া লেখেন কোন বিষয়ের উপর?ক) প্রকৃতির ইতিহাসখ) ইসলামের ইতিহাসগ) গ্রিক সভ্যতার ইতিহাসঘ) রোমান সভ্যতার ইতিহাস৩১৮. পদার্থবিজ্ঞানে কীসের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর উদঘাটন করা হয়?ক) পর্যবেক্ষণখ) পরীক্ষণগ) বিশ্লেষণঘ) উপরের সবগুলো৩১৯. তুলাযন্ত্র ব্যবহার করা হয় –i. পদার্থবিজ্ঞানেii. জ্যোতির্বিজ্ঞানেiii. রসায়নেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) iiiঘ) i ও iii৩২০. ফাঁপা নলের অন্ত:ব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে?ক) স্ক্রুগজখ) মিটার স্কেলগ) ভার্নিয়ার স্কেলঘ) স্লাইড ক্যালিপার্স৩২১. আধুনিক পদার্থবিজ্ঞানে স্থান কালের ধারণার পরিবর্তন এনেছে –i. বোরতত্ত্বii. আপেক্ষিক তত্ত্বiii. কোয়ান্টাম তত্ত্বনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২২. সময়ের একক নির্ধারণে কোন পরমাণুটি ব্যবহৃত হয়েছে?ক) সিজিয়াম – 132খ) সিজিয়াম – 133গ) রেডিয়ামঘ) গ্যালিয়াম৩২৩. ১২৭। নিউক্লিয় ফিশনের ফলে নির্গত হয় –ক) শক্তিখ) বাতাসগ) আলোঘ) পানি৩২৪. ইলেকট্রনিক্স হলো –i. কম্পিউটারii. বৈদ্যুতিক তারiii. ডিজিটাল ক্যামেরানিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২৫. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ব্যবহার করে কোন যন্ত্রটি আবিষ্কার করা হয়?ক) বেতারখ) তড়িৎ মোটরগ) জেনারেটরঘ) ট্রান্সফর্মার৩২৬. সৌরকেন্দ্রিক তত্ত্বের গাণিতিক বর্ণনা দেন কে?ক) কেপলারখ) গ্যালিলিওগ) নিউটনঘ) কোপারনিকাস৩২৭. স্ক্রু গজের সাহায্যে নিচের কোনটির ব্যাসার্ধ নির্ণয় করা যায় –ক) বেলনের উচ্চতাখ) তারের ব্যাসার্ধগ) ফাঁপা নলে অন্ত:ব্যাসঘ) ফাঁপা নলের বহি:ব্যাস৩২৮. আরবরা পারদর্শী ছিলেন –i. গণিতii. রসায়নiii. জ্যোতির্বিদ্যানিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২৯. দীপণ তীব্রতার –i. প্রতীক হচ্ছে IVii. এসআই একক হচ্ছে ক্যান্ডেলাiii. এককের প্রতীক হচ্ছে Cনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৩০. ভারতীয় উপমহাদেশ হতে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন –i. চন্দ্রশেখর রমনii. সত্যেন্দ্রনাথ বসুiii. আবদুস সালামনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৩১. কোনো বস্তু দেখার জন্য চোখ নিজে আলোক রশ্মি পাঠায় এ মতবাদ কার?ক) আল হাজেনখ) ইবনে আল হাইথামগ) টলেমিঘ) আল বিরুনী৩৩২. আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবক কে?ক) হাইগেনখ) স্নেলগ) রবার্ট বয়েলঘ) ভন গুয়েরিক৩৩৩. আর্কিমিডিসের জীবনকাল –ক) খ্রিস্টপূর্ব ২৮৭ – ২১২খ) খ্রিস্টপূর্ব ৪৬০ – ৩৭০গ) খ্রিস্টপূর্ব ৫২৭ – ৪৯৭ঘ) খ্রিস্টপূর্ব ৬২৪ – ৫৬৯৩৩৪. স্থান ও কালের ধারণা স্পষ্ট ও পরিমাণগত রূপ ধারণ করেছে কোনটির মাধ্যমে?ক) বলবিদ্যাখ) তাপবিজ্ঞানগ) শব্দবিজ্ঞানঘ) আলোক বিজ্ঞান৩৩৫. একটি দন্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পাঠ 2 cm, ভার্নিয়ার পাঠ 3 এবং ভার্নিয়ার ধ্রুবক 1 mm। দন্ডটির দৈর্ঘ্য কত?ক) 2.03 cmখ) 2.3 cmগ) 2.03 mmঘ) 2.3 mm৩৩৬. কোনো স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 এবং পিচ যদি 1/2 মিমি হয় তবে উক্ত লঘিষ্ঠ গণন কত হবে?ক) 0.01 মি.মি.খ) 0.1 মি.মি.গ) 0.05 মি.মি.ঘ) 0.005 মি.মি.৩৩৭. পূর্বের পরীক্ষালব্ধ ফলাফলকে ব্যাখ্যা এবং ভবিষ্যতবাণী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিংশ শতাব্দীর –i. তাড়িত চৌম্বক তত্ত্বii. আপেক্ষিক তত্ত্বiii. কোয়ান্টাম তত্ত্বনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৩৮. বিজ্ঞানের কোন শাখায় স্থান ও কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ?ক) জ্যোতির্বিজ্ঞানেখ) পদার্থবিজ্ঞানেগ) রসায়নেঘ) প্রাণি বিজ্ঞানে৩৩৯. লব্ধ রাশি হচ্ছে –i. বেগii. তাপiii. তড়িৎ বিভবনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৪০. পদার্থবিজ্ঞানের ভাষা কোনটি?ক) রসায়নখ) গণিতগ) পরিসংখ্যানঘ) পৌরনীতি৩৪১. পদার্থবিজ্ঞানের বস্তু ও শক্তির রূপান্তর এবং সম্পর্ক উদঘাটন করে –i. পর্যবেক্ষণের মাধ্যমেii. পরীক্ষণের মাধ্যমেiii. বিশ্লেষণের মাধ্যমেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৪২. টাইকোব্রাহের সাথে কেপলারের সম্পর্ক কী?ক) গুরু-শিষ্যখ) সহোদর ভাইগ) বন্ধুঘ) সহপাঠী৩৪৩. কেপলার তার গ্রহ সম্পর্কিত গাণিতিক সূত্রগুলোর সত্যতা যাচাই করেন কার পর্যবেক্ষণ লব্ধ তথ্য দ্বারা?ক) কোপারনিকাসখ) গ্যালিলিওগ) নিউটনঘ) ট্রাইকোব্রাহে৩৪৪. পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয় –i. প্রোটন দ্বারাii. নিউট্রন দ্বারাiii. ইলেকট্রন দ্বারানিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৪৫. নিচের বিবরণগুলো লক্ষ করো –i. 1 পিকো ফ্যারাডে = 1PF=10-15Fii. 1 হেক্টোপ্যাসকেল = 1hPa=102Paiii. 1 টেরা গ্রাম = 1Tg=1012gনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiiঘ) i, ii ও iii৩৪৬. মিটার স্কেলের দৈর্ঘ্য –i. 1 মিটারii. 1/100 মিলিমিটারiii. 1000 মিলিমিটারনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৪৭. গ্যালিলিওর উদ্ভাবিত বৈজ্ঞানিক পদ্ধতিকে পূর্ণতর রূপ প্রদান করেন কে?ক) কেপলারখ) বেকনগ) নিউটনঘ) আর্কিমিডিস৩৪৮. ইলেকট্রন নিউক্লিয়াসের কোথায় ঘোরে?ক) উপরেখ) নিচেগ) ভিতরেঘ) চারপাশে৩৪৯. গোলীয় দর্পণের সাহায্যে সূর্য রম্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল কে জানতেন?ক) আর্কিমিডিসখ) অ্যারিস্টটলগ) অ্যারিস্টার্কাসঘ) পিথাগোরাস৩৫০. ফিশনের ফলে বড় ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসের কি ঘটনা ঘটে?ক) প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে রূপান্তরিত হয়খ) একটি ছোট এবং একটি বড় ভরের নিউক্লিয়াসে রূপান্তরিত হয়গ) প্রায় সমান ভরের তিনটি নিউক্লিয়াসে রূপান্তরিত হয়ঘ) অসমান ভরের তিনটি নিউক্লিয়াসে রূপান্তরিত হয়৩৫১. আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু বিষয়ক যে তত্ত্ব প্রদান করে তার নাম কী?ক) রাদারফোর্ড তত্ত্বখ) বোর তত্ত্বগ) কোয়ান্টাম তত্ত্বঘ) নিউক্লিয় তত্ত্ব৩৫২. পদার্থবিজ্ঞানকে প্রধানত কয়টি শাখায় ভাগ করা হয়েছে?ক) সাতটিখ) নয়টিগ) বারটিঘ) দশটি৩৫৩. রনজেন X-ray আবিষ্কার করেন কখন?ক) ঊনবিংশ শতাব্দীর শুরুকেখ) ঊনবিংশ শতাব্দীর শেষের দিকেগ) বিংশ শতাব্দীর শুরুতেঘ) অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে৩৫৪. বিজ্ঞানী স্নেল কোন দেশের অধিবাসী?ক) ইতালিখ) জার্মানিগ) মিসরঘ) গ্রিস৩৫৫. নিচের কোনটি গ্যালিলিও’র আবিষ্কার?ক) বস্তুর পতনের নিয়মখ) মহাকর্ষ সূত্রগ) বলবিদ্যার সূত্রঘ) সৌরকেন্দ্রিক তত্ত্ব৩৫৬. আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক কোনটি?ক) অ্যাম্পিয়ারখ) জুলগ) ওয়াটঘ) ভোল্ট৩৫৭. ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে পদার্থবিজ্ঞানে অসামান্য অবদান রাখেন –i. রনজেনii. নীলস বোরiii. বেকরেলনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৫৮. পদার্থবিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে –i. প্রকৃতির রহস্য উদঘাটন করাii. প্রকৃতির নিয়মগুলো অনুধাবন করাiii. প্রাকৃতিক ঘটনাগুলো ব্যাখ্যা করানিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii