[HSC] ভেক্টর বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা | পদার্থবিজ্ঞান ১ম পত্র – ২য় অধ্যায়
![[HSC] ভেক্টর বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা | পদার্থবিজ্ঞান ১ম পত্র – ২য় অধ্যায়](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7ZcODT6Yq8lkrQZYWS7V1V8PIjLFI_i-qw9Yom_5lQEeBLQb26peufidZ4oV5YI95buzp8fl542cL45lvQg9BgEGUyOiTOu90hGkd-tjJ20yGNZGqlPAWKVRcZrMI0tfPprQ9lFP3of0_gNU-QHqTNKwNI1E-cjJknrXSbd-VOBqGoUbz2qBq6chEFA/s1600/20220824_202756.webp)
আসসালামু ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আজ থেকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 2022 HSC Short Syllabus এর প্রতিটি অধ্যায়ের উপর বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাগুলো যেকোনো দিন যেকোনো সময় দেয়া যাবে।
২০২২ শর্ট সিলেবাসের অধ্যায়গুলো
- ভেক্টর
- নিউটনীয় বলবিদ্যা
- কাজ শক্তি ও ক্ষমতা
- মহাকর্ষ ও অভিকর্ষ
- পদার্থের গাঠনিক ধর্ম
- পর্যায়বৃত্তিক গতি
- আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
কেন নিয়মিত বহুনির্বাচনী (MCQ) পরীক্ষায় অংশগ্রহণ করবেন ?
- যতবেশি পরিক্ষা ও প্রেক্টিস করবেন ঘাটতিগুলো ততোবেশি পূরণ হবে।
- এই পরিক্ষার মাধ্যমে আপনাদের ভুল গুলো শুধরে নিতে পারবেন।
- পড়ার ঘাটতিগুলো খুঁজে বের করতে পারবেন।
- পাশাপাশি পরীক্ষার হলে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর করার ভয়-ভীতি দূর হবে।
- এক কথায় এই পরিক্ষাগুলো আপনাদের এইচএসসি প্রস্তুতি ও এডমিশন প্রস্তুতিতে অনেক সাহায্য করবে।
ভেক্টর অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেখতে এখানে ক্লিক করো।
ফিজিক্স কিভাবে পড়া উচিত ? মেডিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং এর জন্য কি আলাদা কিছু পড়তে হয় ? জানতে এখানে ক্লিক করো।
আজকের পরীক্ষার কিছু তথ্য
বিষয় | পদার্থবিজ্ঞান ১ম পত্র |
অধ্যায় | ভেক্টর |
প্রশ্নের সংখা | ২৫টি |
সময় | As much as you need |
পরীক্ষা শুরুর আগে একটু মন দিয়ে পড়ুন
- পরীক্ষাটি যতখুশি ততোবার দিতে পারবে ।
- পরীক্ষা শেষে সঠিক উত্তরের সাথে ব্যাখ্যাগুলো দেখে নেবে।
- প্রশ্নের কোথাও ভুল থাকলে , বা কোনো উত্তর ভুল হলে কমেন্টে জানিয়ে দেবে।
- এছাড়াও তোমার পরীক্ষা কেমন হলো, প্রশ্ন কেমন ছিলো, তোমার পড়াশোনার কি অবস্থা এগুলোও জানতে পারো কমেন্ট করে ।
- আমাদের জন্য কোনো সাজেশন থাকলে , কিংবা তোমার কাছে কোনো আইডিয়া থাকলে কমেন্ট করে জানাতে পারো।
✾ পরীক্ষা শেষে কমেন্ট করে আপনার রেজাল্ট জানাতে ভুলবেন না যেন!
পরীক্ষা শুরু করতে START QUIZ বাটনে চাপ দিন
পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজটি ফলো দিয়ে রাখো।
#হ্যাশটেগঃ #শেষ মুহূর্তের প্রস্তুতি #বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি #Admission Preparation #HSC Preparation #free mcq test #vector mcq jee #vector mcq class 12 #vector mcq hsc #vector mcq pdf #ভেক্টর hsc pdf #ভেক্টর অধ্যায় #vector mcq questions #ভেক্টর এইচ এস সি
#ভেক্টর এমসিকিউ
মোটামুটি ভালোমানের প্রশ্ন হয়েছে
Alhamdulillah 20/25
❤️❤️❤️❤️
6number er answer vul ache maybe
না ঠিক আছে। সাথে এক্সপ্লানেশন ও দেয়া আছে ।
আলহামদুলিল্লাহ ২৩/২৫
প্রশ্নের মান ভালো ছিলো!
24/25
21/25 Alhamdulillah
24/25
24/25
Done
5 no e cross gun na Hoye jodi dot gun hoto Taile to angle 90 o hoy jehetu question e dot or cross bola nai
এই প্রশ্নটা আসলে এভাবেই বিভিন্ন পরীক্ষায় আসছে । তাই এটা ধরে নিতে হবে ক্রস গুনন
20 no ta ki thik ache ?
হ্যাঁ ঠিক আছে