টিস্যু ও টিস্যুতন্ত্র বহুনির্বাচনি ( MCQ ) পরীক্ষা || জীববিজ্ঞান ১ম পত্র অষ্টম অধ্যায়



টিস্যু ও টিস্যুতন্ত্র বহুনির্বাচনি ( MCQ ) পরীক্ষা


আসসালামু ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

 


আমাদের স্পেশাল বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা সিরিজের ৫ম পর্বে সবাইকে স্বাগতম । আজকে থাকছে জীববিজ্ঞান ১ম পত্রের ৮ম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র - বহুনির্বচনী ( MCQ )  পরীক্ষা। 





পূর্বের পরিক্ষাসমূহঃ 


  • জীববিজ্ঞান ১ম পত্রের ১ম অধ্যায়: কোষ ও এর গঠন MCQ পরীক্ষাটি দিতে চাইলে এখানে ক্লিক করুন
  • জীববিজ্ঞান ১ম পত্রের ২য় অধ্যায়: কোষবিভাজন  MCQ পরীক্ষাটি দিতে চাইলে এখানে ক্লিক করুন
  • জীববিজ্ঞান ১ম পত্রের ৪র্থ অধ্যায়: অণুজীব MCQ পরীক্ষাটি দিতে চাইলে এখানে ক্লিক করুন
  • জীববিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় - নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ MCQ পরীক্ষাটি দিতে চাইলে এখানে ক্লিক করুন । 

আজকের MCQ পরীক্ষা সম্পর্কে কিছু তথ্য:

বিষয়জীববিজ্ঞান ১ম পত্র
অধ্যায়টিস্যু ও টিস্যুতন্ত্র
প্রশ্নের সংখা২৫টি
সময়প্রতি প্রশ্নের জন্য ৫০সে.

পরীক্ষা শুরুর আগে একটু মন দিয়ে পড়ুন

  • পরীক্ষাটি যতখুশি ততোবার দিতে পারবেন ।
  • পরীক্ষার রেজাল্ট টেলিগ্রাম চ্যানেল - এ দেয়া হবে। 
  • সবাই যেখানে টাকার বিনিময়ে পরীক্ষা নিচ্ছে , সেখানে পড়াশোনাবিডি.কম তোমাদের জন্য সম্পূর্ন বিনামূল্যে পরীক্ষার আয়োজন করছে, তাই পরীক্ষা শেষ করে অবশ্যই কমেন্ট করে একটা ফিডব্যাক দিয়ে যাবে।
  • প্রশ্নের কোথাও ভুল থাকলে , বা কোনো উত্তর ভুল হলে কমেন্টে জানিয়ে দেবে।
  • এছাড়াও তোমার পরীক্ষা কেমন হলো, প্রশ্ন কেমন ছিলো, তোমার পড়াশোনার কি অবস্থা এগুলোও জানতে পারো কমেন্ট করে । 
  • আমাদের জন্য কোনো সাজেশন থাকলে , কিংবা তোমার কাছে কোনো আইডিয়া থাকলে কমেন্ট করে জানাতে পারো।
Enter Your Name
Apu
Right 0Wrong 0

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:



একনজরে আজকের সবগুলো প্রশ্ন:

  1. বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমা কে কি বলা হয়?
  2. ভাজক টিস্যুর যে কোষগুলো এক তলে বিভাজিত হয় তাকে কি বলে ?
  3. পিথ এর কাজ কি?
  4. কোনটি লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল এর উদাহরণ?
  5. উদ্ভিদ মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায় ?
  6. উদ্ভিদের কোন টিস্যু সাধারণত ভাইরাস মুক্ত থাকেন ?
  7. ফ্লোয়েম টিস্যুর উপাদান কোনটি?
  8. উদ্ভিদের কোন অংশে অক্সিজেন সর্বোচ্চ পরিমাণ থাকে?
  9. লাউ কুমড়া ইত্যাদি বিভিন্ন কান্ডের ভাস্কুলার বান্ডল-
  10. বৃক্ষের বয়স কি দিয়ে নির্ধারণ করা যায়?
  11. ক্ষত নিরাময় ও পুনরুৎপাদনে সাহায্য করে নিচের কোন টিস্যু ?
  12. জাইলেম কলার একমাত্র জীবিত উপাদান কোনটি?
  13. একবীজপত্রী কান্ডের ভাস্কুলার বান্ডল কোন ধরনের?
  14. জাইলেম টিস্যু কয় ধরনের কোষ নিয়ে গঠিত ?
  15. কোনটি জাইলেম কলার উপাদান নয় ?
  16. কোন ভাজক টিস্যু নির্ভয়া কাণ্ডের পার্শ্ব বৃদ্ধি ঘটায়-
  17. একবীজপত্রী মূলে জাইলেম বান্ডেল থাকে-
  18. কোনটিতে ট্রাকিড পাওয়া যায়?
  19. “প্রোটোপ্লাজম বিহীন মৃত কোষ” এটি কোন ধরনের টিস্যুর বৈশিষ্ট্য ?
  20. টিস্যুর ক্ষেত্রে কোনটি সত্য নয় ?
  21. মূলের বহিঃত্বক কে কি বলে?
  22. জাইলেম কলার একমাত্র জীবিত কোষ-
  23. মেসোফিল কি ধরনের কলা ?
  24. ক্যাম্বিয়াম অনুপস্থিত থাকে না কোন গাছে?
  25. নিচের কোনটি নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে ?


#TAGS: জীববিজ্ঞান বহুনির্বচনী পরীক্ষা, জীববিজ্ঞান mcq, জীববিজ্ঞান সপ্তম অধ্যায় mcq, টিস্যু ও টিস্যুতন্ত্র mcq, জীববিজ্ঞান ৮ম অধ্যায় mcq, জীববিজ্ঞান mcq hsc, HSC Biology MCQ, টিস্যু ও টিস্যুতন্ত্র mcq hsc


Next Post Previous Post
33 Comments
  • নামহীন
    নামহীন ২০ আগস্ট, ২০২২ এ ১১:১৮ AM

    THANK YOU SIR

    • Admin ✅
      Admin ✅ ২১ আগস্ট, ২০২২ এ ১১:৪৫ AM

      You are wellcome dear

  • নামহীন
    নামহীন ২০ আগস্ট, ২০২২ এ ১১:৪৩ AM

    25

    • Denobandhu biswas
      Denobandhu biswas ২০ আগস্ট, ২০২২ এ ১২:০২ PM

      Done

  • নামহীন
    নামহীন ২০ আগস্ট, ২০২২ এ ১১:৫৭ AM

    Done

  • Denobandhu biswas
    Denobandhu biswas ২০ আগস্ট, ২০২২ এ ১২:০১ PM

    Done

  • Denobandhu biswas
    Denobandhu biswas ২০ আগস্ট, ২০২২ এ ১২:০১ PM

    Done

  • Denobandhu biswas
    Denobandhu biswas ২০ আগস্ট, ২০২২ এ ১২:১৪ PM

    24

  • Denobandhu biswas
    Denobandhu biswas ২০ আগস্ট, ২০২২ এ ১২:১৪ PM

    Done

  • Denobandhu biswas
    Denobandhu biswas ২০ আগস্ট, ২০২২ এ ১২:১৪ PM

    Done

  • নামহীন
    নামহীন ২০ আগস্ট, ২০২২ এ ১২:৩৯ PM

    ০০০

  • Denobandhu biswas
    Denobandhu biswas ২০ আগস্ট, ২০২২ এ ১২:৫০ PM

    20

  • Denobandhu biswas
    Denobandhu biswas ২০ আগস্ট, ২০২২ এ ১২:৫১ PM

    20

  • Mujaddid
    Mujaddid ২০ আগস্ট, ২০২২ এ ১২:৫৩ PM

    64%

  • Anha Tabassum Tunna
    Anha Tabassum Tunna ২০ আগস্ট, ২০২২ এ ১:১৩ PM

    Done....

  • Anha Tabassum Tunna
    Anha Tabassum Tunna ২০ আগস্ট, ২০২২ এ ১:১৪ PM

    Done

  • Anha Tabassum Tunna
    Anha Tabassum Tunna ২০ আগস্ট, ২০২২ এ ১:১৪ PM

    Done

  • নামহীন
    নামহীন ২০ আগস্ট, ২০২২ এ ৫:৫৩ PM

    Assalamualaikum
    Thank you so much
    Dua rakhben

    • Admin ✅
      Admin ✅ ২১ আগস্ট, ২০২২ এ ১১:৪৭ AM

      ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

      আমার জন্যেও দোয়া করো 💙

  • নামহীন
    নামহীন ২০ আগস্ট, ২০২২ এ ৫:৫৮ PM

    17

  • নামহীন
    নামহীন ২০ আগস্ট, ২০২২ এ ৭:০৮ PM

    স্যার, দয়া করে স্কিপ করার কোনো অপশন চালু করা যায় কিনা একটু ভেবে দেখবেন। কিছু কিছু প্রশ না পারলে যেনো স্কিপ করা যায় সেটার ব্যাবস্থা না করলে জেনে শুনে মাইনাস মার্ক চলে আসে 🥲

    • Admin ✅
      Admin ✅ ২০ আগস্ট, ২০২২ এ ৮:০৯ PM

      মাইনাস আসা মানে এখানে তোমাকে ইমপ্রুভ করতে হবে , মাইনাস না আসলে তো তুমি তোমার ঘাটতিটা বুঝতে পারবেনা। পরীক্ষাগুলো তোমাদের পরিপূর্ন প্রস্তুতি নেওয়ার জন্যই তৈরি করা হয়েছে । তাই মাইনাসগুলো প্লাস করতে তোমাকে পড়তে হবে। শুভ কামনা। আল্লাহ তোমার মনের আশা পুরন করুন।

  • নামহীন
    নামহীন ২০ আগস্ট, ২০২২ এ ৭:৪৫ PM

    মূলের বহিঃত্বককে তো এপিব্লেমা বলে ,,,আর এপিডার্মিস হচ্ছে কান্ডের বহিত্বককে বলে ।
    ২১ নাম্বার প্রশ্নের উত্তর ভুল ছিল
    এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র ভালো ছিল Thank you

    • Admin ✅
      Admin ✅ ২০ আগস্ট, ২০২২ এ ৮:১৩ PM

      ভুলটি ধরিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি আসলে টেকনিকাল ভুলের কারণে সঠিক উত্তরটি অন্য অপশনে সেট হয়ে গিয়েছিলো। আমরা সংশোধন করে নিয়েছি ।

  • নামহীন
    নামহীন ২০ আগস্ট, ২০২২ এ ৭:৪৮ PM

    Done

  • নামহীন
    নামহীন ২০ আগস্ট, ২০২২ এ ৭:৫৩ PM

    Done

  • নামহীন
    নামহীন ২০ আগস্ট, ২০২২ এ ৮:০২ PM

    Question standard hoice jodio kichu question unknown. Ar muler bottom epiblema houar Kotha to epidermis na.

    • Admin ✅
      Admin ✅ ২১ আগস্ট, ২০২২ এ ১১:৪৮ AM

      ভুলটি ধরিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি আসলে টেকনিকাল ভুলের কারণে সঠিক উত্তরটি অন্য অপশনে সেট হয়ে গিয়েছিলো। সঠিক উত্তরটি আমরা সংশোধন করে নিয়েছি ।

  • নামহীন
    নামহীন ২০ আগস্ট, ২০২২ এ ৮:২৮ PM

    Done

  • Sanjida Yesmin Akanto
    Sanjida Yesmin Akanto ২১ আগস্ট, ২০২২ এ ১২:১৬ AM

    Alhamdulillah done..

  • Denobandhu biswas
    Denobandhu biswas ২১ আগস্ট, ২০২২ এ ১২:২৭ PM

    23

  • নামহীন
    নামহীন ২৩ আগস্ট, ২০২২ এ ২:৫৯ AM

    18 🙂

  • Miftaaaaaaaaa
    Miftaaaaaaaaa ২২ সেপ্টেম্বর, ২০২২ এ ১:১২ PM

    17 🙂

Add Comment
comment url