জীববিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় - নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ বহুনির্বাচনী ( MCQ ) পরীক্ষা
আসসালামু ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমাদের স্পেশাল বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা সিরিজের ৪র্থ পর্বে সবাইকে স্বাগতম । আজকে থাকছে জীববিজ্ঞান ১ম পত্রের ৭ম অধ্যায় নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ - বহুনির্বচনী ( MCQ ) পরীক্ষা।
পূর্বের পরিক্ষাসমূহঃ
- জীববিজ্ঞান ১ম পত্রের ১ম অধ্যায়: কোষ ও এর গঠন এর উপর আমাদের প্রথম MCQ পরীক্ষাটি দিতে চাইলে এখানে ক্লিক করুন।
- জীববিজ্ঞান ১ম পত্রের ২য় অধ্যায়: কোষবিভাজন এর উপর আমাদের প্রথম MCQ পরীক্ষাটি দিতে চাইলে এখানে ক্লিক করুন।
- জীববিজ্ঞান ১ম পত্রের ৪র্থ অধ্যায়: অণুজীব এর উপর আমাদের প্রথম MCQ পরীক্ষাটি দিতে চাইলে এখানে ক্লিক করুন।
আজকের MCQ পরীক্ষা সম্পর্কে কিছু তথ্য:
বিষয় | জীববিজ্ঞান ১ম পত্র |
অধ্যায় | নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ |
প্রশ্নের সংখা | ২৫টি |
সময় | প্রতি প্রশ্নের জন্য ৫০সে. |
পরীক্ষা শুরুর আগে একটু মন দিয়ে পড়ুন
- পরীক্ষাটি যতখুশি ততোবার দিতে পারবেন ।
- পরীক্ষার রেজাল্ট টেলিগ্রাম চ্যানেল - এ দেয়া হবে।
- সবাই যেখানে টাকার বিনিময়ে পরীক্ষা নিচ্ছে , সেখানে পড়াশোনাবিডি.কম তোমাদের জন্য সম্পূর্ন বিনামূল্যে পরীক্ষার আয়োজন করছে, তাই পরীক্ষা শেষ করে অবশ্যই কমেন্ট করে একটা ফিডব্যাক দিয়ে যাবে।
- প্রশ্নের কোথাও ভুল থাকলে , বা কোনো উত্তর ভুল হলে কমেন্টে জানিয়ে দেবে।
- এছাড়াও তোমার পরীক্ষা কেমন হলো, প্রশ্ন কেমন ছিলো, তোমার পড়াশোনার কি অবস্থা এগুলোও জানতে পারো কমেন্ট করে ।
- আমাদের জন্য কোনো সাজেশন থাকলে , কিংবা তোমার কাছে কোনো আইডিয়া থাকলে কমেন্ট করে জানাতে পারো।
Enter Your Name
Apu
Right 0Wrong 0
একনজরে আজকের সবগুলো প্রশ্ন:
- কিসের কারণে নগ্নবীজী উদ্ভিদের ফল হয় না ?
- বহু প্রান্তীয় অমরাবিন্যাস কোন উদ্ভিদে পাওয়া যায় ?
- Malvaceae গোত্রের দল মন্ডল এর বৈশিষ্ট্য কোনটি ?
- ধানের পুষ্পমঞ্জরি নিচের কোনটি ?
- নগ্নবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম কোনটি ?
- লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম বলা হয় কোনটিকে ?
- কোন উদ্ভিদের শুক্রাণু সর্ববৃহৎ?
- ফল লাল হয় কোনটি বেশি হলে?
- কোন নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে ?
- টুইস্টেড এস্টিভেশন থাকে কোন ফলে ?
- পৃথিবীর সবচেয়ে উচ্চ বৃক্ষটি কোন শ্রেণীর
- টেরিডোফাইটার স্পোরোফাইট দশার প্রথম কোষ কোনটি?
- গুপ্তবীজী উদ্ভিদের শস্য কোষ কিরূপ ?
- জবা কোন ধরনের ফুল ?
- পৃথিবীতে সবচেয়ে উঁচু উদ্ভিদ কোনটি ?
- গমের বৈজ্ঞানিক নাম কি?
- জবা ফুলের অমরা বিন্যাস কোন ধরনের?
- আম কোন জাতীয় উদ্ভিদ ?
- ক্যাপিচুলাম জাতীয় পুষ্পবিন্যাস দেখা যায় কোনটিতে ?
- সাইকাসের গৌণ মূলকে কি বলে ?
- স্পাইকলেট পুষ্পবিন্যাস দেখা যায় কোন উদ্ভিদে ?
- রাইজোফোর কোথা থেকে উৎপন্ন হয় ?
- ফুলের বাইরের স্তবককে কি বলা হয়?
- কোনটিতে দ্বিনিষেক ঘটে না ?
- Cucumis sativus এর প্লাসেন্টেশন কোন প্রকৃতির?
#TAGS: জীববিজ্ঞান বহুনির্বচনী পরীক্ষা, জীববিজ্ঞান mcq, জীববিজ্ঞান সপ্তম অধ্যায় mcq, নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ mcq, জীববিজ্ঞান ৭ম অধ্যায় mcq, জীববিজ্ঞান mcq hsc, HSC Biology MCQ
স্ট্যান্ডাড
Exam gulo khub ee manshommoto🥰🥰
Done
DONE
Question standard chilo... routine thakle valo hoto.
Exam done
Exam done
ধন্যবাদ
Exam done
Alhamdulillah standard question
24
খুব সুন্দর পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছেন,,, ধন্যবাদ
Alhamdulillah!! Standard questions.
Nice
Nice
25/25 😎
স্ট্যান্ডার্ড
Khub ii shundor Question
A lots of thanks to Authority ❣️