কোষ বিভাজন বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা । জীববিজ্ঞান ১ম পত্র - ২য় অধ্যায়
আসসালামু ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমাদের স্পেশাল বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম । আজকে থাকছে জীববিজ্ঞান ১ম পত্রের ২য় অধ্যায় কোষ বিভাজন - বহুনির্বচনী ( MCQ ) পরীক্ষা।
জীববিজ্ঞান ১ম পত্রের ১ম অধ্যায়: কোষ ও এর গঠন এর উপর আমাদের প্রথম MCQ পরীক্ষাটি দিতে চাইলে এখানে ক্লিক করুন।
আজকের MCQ পরীক্ষা সম্পর্কে টুকটাক তথ্য:
বিষয় | জীববিজ্ঞান ১ম পত্র |
অধ্যায় | কোষ বিভাজন |
প্রশ্নের সংখা | ২০টি |
সময় | প্রতিটি প্রশ্নের জন্য ২৫সেকেন্ড |
পরীক্ষা শুরুর আগে একটু মন দিয়ে পড়ুন
- পরীক্ষাটি যতখুশি ততোবার দিতে পারবেন ।
- পরীক্ষার রেজাল্ট টেলিগ্রাম চ্যানেল - এ দেয়া হবে।
- সবাই যেখানে টাকার বিনিময়ে পরীক্ষা নিচ্ছে , সেখানে পড়াশোনাবিডি.কম তোমাদের জন্য সম্পূর্ন বিনামূল্যে পরীক্ষার আয়োজন করছে, তাই পরীক্ষা শেষ করে অবশ্যই কমেন্ট করে একটা ফিডব্যাক দিয়ে যাবে।
- প্রশ্নের কোথাও ভুল থাকলে , বা কোনো উত্তর ভুল হলে কমেন্টে জানিয়ে দেবে।
- এছাড়াও তোমার পরীক্ষা কেমন হলো, প্রশ্ন কেমন ছিলো, তোমার পড়াশোনার কি অবস্থা এগুলোও জানতে পারো কমেন্ট করে ।
- আমাদের জন্য কোনো সাজেশন থাকলে , কিংবা তোমার কাছে কোনো আইডিয়া থাকলে কমেন্ট করে জানাতে পারো।
Your Name
Apu
Right 0Wrong 0
পরীক্ষার রেজাল্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল এ দেওয়া হবে।
একনজরে আজকের সবগুলো প্রশ্ন:
- ক্রসিংওভার সম্পর্কে প্রথম ধারণা কে দেন ?
- সাব-মেটাসেন্ট্রিক ক্রোমোসোম আকৃতিতে কেমন ?
- ক্রোমোসোমীয় নৃত্য দেখা যায় কোন দশায় ?
- থমাস হান্ট মর্গান কোন উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার দেখেন ?
- মেটাকাইনেসিস ঘটে কোন পর্যায়ে ?
- জল যোজন ঘটে কোন পর্যায়ে?
- মিয়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিন্যাপসিস ঘটে?
- দ্রুত বিভাজিত হয় কোন কোষ?
- কোন প্রক্রিয়ায় জীবদেহের ক্ষতস্থান পূরণ হয়?
- কোন প্রক্রিয়ায় টিউমার সৃষ্টি হয়?
- নিচের কোন কোষটি বিভাজিত হতে পারে?
- ক্রোমোজোমসে পোলারাইজড বিন্যাস (ফুলের তোড়ার মত) কোন পর্যায় দেখা যায়?
- কোষ বিভাজনের কোন পযার্য়ে ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?
- ক্রোমাটিড গুলো সর্বাধিক খাটো ও মোটা দেখায় কোথায় ?
- প্রোফেজ-১ এর কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়?
- S ফেজ এর সময়কাল কত?
- কোন পর্যায়ে ক্রোমোসোম ভেঙে দুটি ক্রোমাটিড তৈরি হয়?
- বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপপর্যায়ে?
- বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে কি বলে?
- কোন প্রাণীতে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করা হয়?
#TAGS: জীববিজ্ঞান বহুনির্বচনী পরীক্ষা, জীববিজ্ঞান mcq, জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় mcq, কোষ বিভাজন mcq, জীববিজ্ঞান ২য় অধ্যায় mcq, জীববিজ্ঞান mcq hsc
Comment ekta korlam seta koi gelo
Keep up the good work 🎀 daily amon exam chai
Exam done
Regular amon type exm hole onek valo hoi
Exam done...
Exam done alhamduliallh regular aivaba exam Nila Onk vlo hoto
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
Tanvir
80%
Excellent
Excellent
Done
Sotti e site ta darun, smoothly exam deya gelo.vallagce system ta.