বিসিএস সম্পর্কে আপনার যা যা জানা প্রয়োজন ।। খুঁটিনাটি ও প্রস্তুতি এবং গাইডলাইন ।। পড়াশোনা বিডি.কম
BCS full meaning / বিসিএস এর পূর্ণরূপঃ
BCS এর পূর্ণরূপ বা full meaning হলো Bangladesh Civil Service.
BCS QUALIFICATIONS / বিসিএস এ অবেদন করার শিক্ষাগত যোগ্যতাঃ
এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষায় যেকোন দুটিতে দ্বিতীয় শ্রেণী বা সমমান এবং একটি তৃতীয় শ্রেণী বা সমমান। এর নিচে হবে না।
তবে পাসকোর্স ধারীদের স্নাতকোত্তর লাগবে।
আপনারা হয়তো ভাবছেন জিপিএ বা সিজিপিএ এর পয়েন্ট কিভাবে হিসেব করা হবে?
#♦২০০৪ বা তৎপরবর্তী সময়ে, SSC ও HSC পরীক্ষার ক্ষেত্রে,
৪.০০ বা তদূর্ধ প্রথম বিভাগ
৩.০০ থেকে ৪.০০ এর কম দ্বিতীয় বিভাগ
১.০০ থেকে ৩.০০ এর কম তৃতীয় বিভাগ
#♦২০০১, ২০০২ এবং ২০০৩ সালের SSC ও HSC পরীক্ষার ক্ষেত্রে,
৩.৫০ বা তদূর্ধ প্রথম বিভাগ
২.৫০ থেকে ৩.৫০ এর কম দ্বিতীয় বিভাগ
১.০০ থেকে ২.৫০ এর কম হল তৃতীয় বিভাগ
#♦৪ স্কেলে অনার্স এর জন্য
৩.০০ (৬০% নম্বর) এর উপরে প্রথম বিভাগ
২.২৫ (৪৫% নম্বর) দ্বিতীয় বিভাগ
২.০০ (৩৩% নম্বর) তৃতীয় বিভাগ
তথ্যসূত্রঃ পিএসসি
BCS BOOKS / বিসিএসের জন্য যে বইগুলো কিনবেনঃ
আমার দৃষ্টিতে সেরা বইগুলোর নাম দিলাম। আপনারা অন্যগুলো ও কিনতে পারেন। এই বইয়ের লিষ্ট বর্তমান বিসিএস ক্যাডার (আমার বড় ভাই) পরামর্শে তৈরী করা। কোন কোম্পানি কিংবা বইয়ের মালিকের প্ররোচনায় বইয়ের পাবলিসিটি করার জন্য নয়।
১. ১০ম থেকে ৪৪তম বিসিএস প্রিলি প্রশ্ন সংকলন বইটি দেখা (সল্যুউশন ব্যাখ্যা সহ)
২. বাংলাঃ
# বাংলা সাহিত্য ও বাংলা ২য়ঃ জর্জ এর mp3 (সৌমিত্র শেখর স্যারের বইটি দেখতে পারেন)
৩. ইংরেজীঃ
# English for competitive exam ও সাহিত্যের জন্য মিরাকল
# অক্সফোর্ড এডভান্সড লার্নার ইংলিশ গ্রামার বই
# যেকোনও ভালো মানের ইংরেজী ব্যকরণ বই ( জাকির হোসেনের বইটা ভালো , পিসি দাশ এর টাও ভালো )
# প্রফেসরস / ওরাকল ইংরেজী বিসিএস প্রিলিমিনারীর বই
# COMMON MISTAKE >> FITICATES
# SAIFUR’S VOCABULARY/ WORD TREASURE
# SAIFUR’S ANALOGY
# SYNONYM ANTONYM বিষয়ক যে কোন বই
৪. গণিতঃ # যদি কম বোঝেন তো ওরাকল অথবা খায়রুল বেসিক ম্যাথ- খাইরুল আলম আর ভাল বুঝলে প্রফেসরস বিসিএস
# মানসিক দক্ষতা ও গানিতিক যুক্তি বিষয়ক বই (এমপিথ্রি হলে ভাল)
# মাধ্যমিক বীজগণিত
# মাধ্যমিক জ্যামিতি [পরিমিতি, ত্রিকোণমিতি ১২.৩] # নিম্ন মাধ্যমিক গণিত [৮ম শ্রেণী পাটিগণিত]
৫. বিজ্ঞানঃ
১) MP3 সিরিজের বিসিএস বিজ্ঞান সমগ্র [খুব ভালো একটা বই]
২) নিম্ন মাধ্যমিক বিজ্ঞান [৮ম শ্রেণী]
৩) মাধ্যমিক সাধারণ বিজ্ঞান [ ৯ম শ্রেণীর]
৪) পদার্থ বিজ্ঞান [৯ম শ্রেণী]
৫) রসায়ন বিজ্ঞান [৯ম শ্রেণী]
৬) জীব বিজ্ঞান [৯ম শ্রেণী] (এগুলা ভালভাবে বুঝলে আর কিছুই লাগবে না)
৬. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ Easy Computer
৭. বাকি বিষয়গুলোর জন্য যেকোন প্রকাশনীর বই
৮. বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীঃ
১) মাধ্যমিক ইতিহাস [৯ম শ্রেণী]
২) মাধ্যমিক ভূগোল [৯ম শ্রেণী]
৩) মাধ্যমিক সামাজিক বিজ্ঞান [৯ম শ্রেণী]
৪) আব্দুল হাই এর বাংলাদেশ বিষয়াবলী
৫) সাধারণ জ্ঞানের যেকোনো ভাল বই( যেমন>প্রফেসর’স/ ওরাকল/ MP3 সিরিজের সাধারণ জ্ঞানের বই)
৬) বাংলাদেশ এবং পৃথিবীর মানচিত্র ও মানচিত্র বিশিষ্ট বই পড়ার কোনও শেষ নাই … জানার কোনও শেষ নাই। উপরের বইগুলো বিসিএস প্রিলিতে ভালোভাবে চান্স পাবার জন্য যথেষ্ট সাহায্য করবে।
এর সাথে কিনতে পারেনঃ
১. লাল নীল দীপাবলি
২. ক্যারেন্ট অ্যাফেয়ার্স ও সালতামামি
৩. সংখ্যাতত্ত্ব
৪. ছোটদের সংবিধান
৫. সৌমিত্ব শেখরের সাহিত্য জিজ্ঞাসা
৬. পিসিদাস বা জাকির হোসেনের গ্রামার
৭. নবম দশম শ্রেণীর বোর্ডের বাংলা ২য়
৮. প্রফেসরস জব সল্যুশনস
৯. প্রফেসরস মডেল কোয়েশ্চিন্স
১০. অ্যাসুরেন্স ডাইজেস্ট
BCS PREPARATION / যেভাবে বিসিএসের পড়া পড়বেন!
বিসিএস ক্যাডার হতে গেলে আপনাকে অনেক বেশী জানতে হবে! এজন্য অনেক বেশি তথ্য মাথায় রাখতে হবে যা অসম্ভব !!
১. কি কি বাদ দিতে হবে তা খুঁজে বের করা(বিগত সালের প্রশ্ন পড়লেই বুঝতে পারবেন)
২. সব কিছু জিনিসের কিছু কিছু আর কিছু কিছু বিষয়ের সব কিছু জানতে হবে।অর্থা্ৎ গুরুত্তপূর্ণ বিষয় গুলোর গভীরে যেতে হবে।এটাও বুঝতে পারবেন লিখিত ও প্রিলির বিগত প্রশ্ন থেকেই।
৩. যা শিখবেন স্পষ্ট করে শিখবেন কোন কনফিউসন রাখবেন না, কনফিসন হলেই নেটে বেশি বেশি সার্চ দিন।
৪. গ্রুপ স্টাডি করবেন আর বেশি বেশি এক্সাম দিন/ প্রশ্ন সলভ করুন।
৫. যে কোন বিষয় বিশ্লেষন করার ক্ষমতা বাড়ান
৬. ইংরেজীতে ও গণিতে দক্ষতা বাড়ান
৭. প্রতিদিন কিছু শব্দভান্ডার বাড়ান ও ইংরেজীতে কিছু না কিছু লিখুন,আর আয়নার সামনে দাঁড়িয়ে ভালো ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করুন এতে মুখের জড়তা কেটে যাবে।
৮. প্রতিদিনের নতুন নতুন জানা জ্ঞানকে নোট করুন( প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা)
৯. অযথা কোন কিছুর ছন্দ মুখস্ত করতে যাবেন না, তবে খুব ছোট হলে ভিন্ন কথা। কঠিন বিষয় গুলোকে নিজের পরিচিত কোন কিছু/ কারো সাথে মিল রাখার চেষ্টা করুন।
কোচিং করবেন নাকি করবেন না?
যদি নিজ দায়িত্ব নিয়ে সিলেবাস ভাগ করে রুটিন করে পড়তে পারেন তবে কোচিং করার প্রয়োজন নেই। তবে সেটা না পারলে করতে পারেন। কনফিডেন্স বা ওরাকল অথবা যেকোন কোচিং যেটা আপনার ভাল মনে হয়।
BCS WRITTEN PREPARATION / রিটেন পরীক্ষার প্রস্তুতি যেভাবে নিবেন
আপনি নিজেই নিজের সবচেয়ে ভালো মেন্টর। ক্যাডার হোন আর যাই হোন না কেন, নিজের যোগ্যতাই হবেন।কারো উপর নির্ভর করার দরকার নেই।
*এই কয়েক মাস বদলে দিতে আপনার ভবিষৎ। তাই, এ সময়ের সবোর্চ্চ সঠিক ব্যবহার করুন।
*আড্ডা,অলসতা এবং অপ্রয়োজনীয় কাজ দূরে সরিয়ে রাখুন।
*নিয়মিত পড়াশোনা আর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন। অসুস্থ শরীর আপনাকে পেছনে টানবে।
*এবারই আপনার শেষ সুযোগ, মন ও মস্তিষ্কে এটা দৃঢ় ভাবে গেঁথে নিন।
*যতটুকু সম্ভব, নিজেকে পড়াশোনায় ব্যস্ত রাখুন।
তাই আপনি নিজে একটা পড়ার নিয়ম, রুটিন ঠিক করে নেন। প্রথমেই গত তিন বছরের লিখিত প্রশ্ন গুলো আর সিলেবাস টা মন দিয়ে পড়ুন। বেশ কয়েকবার পড়ুন।
১. দৈনিক একটি বাংলা পত্রিকার সম্পাদকীয়, মতামত এবং বিদেশ/আন্তর্জাতিক পাতাগুলো মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়া এবং প্রয়োজনীয় নোট তোলার সময় এখন আর নেই। খুব প্রয়োজনীয় টপিকস ছাড়া, পত্রিকা এখন পড়ার দরকার নাই।
২. আগের নোটগুলোই বার বার পড়ুন। যাতে অন্তত যা পড়েছেন, তা লিখতে পারেন।
৩. Silence & Smile are two powerful words. Silence avoids problem & smile solves problem. এ দুটোর সাথে patience যোগ করে, তিনটি জিনিস নিজের সাথেই রাখুন।