ফিজিক্স কিভাবে পড়া উচিত ? মেডিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং এর জন্য কি আলাদা কিছু পড়তে হয় ?

ফিজিক্স কিভাবে পড়বো





 যারা HSC'22 & 23 তারা হয়তো মোটামুটি ফিজিক্স পড়া শুরু করছো,অনেকের হয়তো শেষের দিকে,কারোর হয়তো টেস্ট পেপার সলভিং ও শেষ। 

তুমি যে স্টেজেই থাকো না কেন 

কিছু কথা শেয়ার করি 

কিভাবে ফিজিক্স পড়াটাকে একটু ইউটিলাইজ করে পড়া যায়।


আমাদের সবার ধারনা,ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স, মেডিক্যাল এর ফিজিক্স কিংবা একাডেমিক ফিজিক্স সব হয়তো আলাদা ট্র‍্যাকে চলে।

কথাটা আংশিক সত্য

সম্পূর্ণ সত্য কেন নয়?


প্রথমে বই সাজেশন নিয়ে শুরু করি।

প্রথমে তোমার উচিত যেকোনো একটা বই কে ফুল্লি ফলো করা কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য।

তপন/ইসহাক স্যার এর সাহায্য নিতে পারো এক্ষেত্রে


ফিজিক্সের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্র‍্যাক্টিস 

বিলিভ মি ওর নট

তুমি যদি হালকা কনসেপ্ট নিয়ে জাস্ট প্র‍্যাক্টিস করতে থাকো তুমি ভাই প্রো হয়ে যাবে


তাই তোমার প্রথমে উচিত কনসেপ্ট ক্লিয়ারিং


কিভাবে করবো?


এটার জন্য তুমি প্রথমে বইটা রিডিং দিবা একবার 

অনেক কিছু তুমি কিছুই বুঝবা না বাট তবুও রিডিং পড়বা

এতে টার্মের নাম গুলার সাথে পরিচিত হবা


এরপরের কাজ হবে ওই টার্ম টা সম্পর্কে তোমার ব্যাসিক জ্ঞান

এটার জন্য তুমি ইউটিউব / অনলাইন/ তোমার প্রাইভেট টিচার যে কারোর সাহায্য নিতে পারো


এভাবে একটা ব্যাসিক আইডিয়া পাবা

এরপর ওই টপিকের সব সূত্র একদম মাথায় নিবা



এরপর লেগে পড়বে প্র‍্যাক্টিস করতে


এরজন্য তুমি-

ইসহাক, তপন স্যারের অনুশীলনীর প্রশ্ন

সেলু,গিয়াস স্যারের প্রশ্ন সলভ করবা


সেলু স্যারের বইয়ে বেশ কনসেপচুয়াল প্রশ্ন আছে 

এটা হেল্প করবে তোমাকে অনেক


এখন তোমার প্র‍্যাক্টিস ইনরিচ করতে খুব বেশী হলে কনসেপ্ট বুক(উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোর্সের বই,বাইরে কিনতে পাওয়া যায়) এর সাহায্য নিতে পারো


তুমি মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির প্রিপ যা ই নাও না কেন, শুরুটা এভাবে করো ।এডমিইশনে গিয়ে বুঝবা ভুল কিছহু করো নাই। এডমিশন একাদেমিকের বাইরের কিছু নয়, একাডেমিকের প্রো ভার্সন জাস্ট।


ফরেইন রাইটার এর বই পড়া উচিত কি উচিত না 

এটা নিয়ে এখন মাথায় আনার দরকার নাই 

তুমি যদি এসব কোনো কিছুতেই বুঝতে না পারো অথবা এগুলো সব শেষ তোমার তাহলে আমারে ইনবক্স করিয়ো।

সবাই ভালো থাকো

Omor Faruk Hasan

ME,BUET"20

Next Post
1 Comments
  • নামহীন
    নামহীন ২১ আগস্ট, ২০২২ এ ৭:৫৩ AM

    💙

Add Comment
comment url