নোট করে পড়ার উপকারিতা
📕 কেনো নোট করে পড়ব ❓
২ বছর ধরে ০৫ বার প্রতিটা বই শেষ করলাম...টানা ২৪ মাসই টিচারদের কাছে প্রাইভেট পড়লাম এবং মোটের উপর ১ লাখ টাকা প্রাইভেটেই খরচ করলাম এবং যথারীতি HSC এবং Admission এ খারাপ করে ভাগ্য আর শিক্ষকের দোষ দিয়েই চালিয়ে নেওয়াটা একটা রীতি হয়ে গেছে আমাদের। এটাতেই অভ্যস্ত আমরা ৯৯% ই.....
অথচ এটা ভাবিনা যে এটা আমাদের জন্য কত বড় ভাইরাস হিসেবে কাজ করছে। মেধাবী অথচ সফল না। এটাই যেন নিয়মিত খবর।
কিন্তু সমস্যা কোথায়??
সমস্যা জাস্ট মাইন্ডসেট এ। এত এত প্রাইভেট পড়ো যে আসল জিনিসের সময় বা খোজ কোনোটাই পাওনা। অথচ কেউই পড়ার আসল সিস্টেম টাই জানোনা বা জানার চেষ্টাও করোনা। এবং জানলেও সেটা ফলো করার চেষ্টা করোনা। চারিদিকে প্রফেশনালিজম এর ভীড়ে তাই সঠিক গাইডলাইন গুলো আড়ালেই থেকে যায়।
আবারো বলি...যদি ১০ জন ফলো করে তারা সফল হবেই। সাথে বাবার ঘাম ঝরানো কষ্টের টাকা এবং সময় ০২ টাই বাচবে।
১ম বার যখন কোনো অধ্যায় বা টপিক পড়তে বসবা,বইয়ে বা লেকচারে যাই লিখা থাকুক না কেনো নিজের মত সাজিয়ে নোট করে নেওয়া। এতে ১ টা অধ্যায়ে ২০ দিন সময় লাগুক,বাট পড়াটা হতে হবে কোয়ালিটিফুল। যত ইজি ভাবে টেকনিক এপ্লায় করা যায় সেটা নোট খাতায় তুলতে হবে।
নিশ্চিত থাকো পরের বার রিভাইজ এর সময় এটা আগের বারের থেকে ১০ ভাগ কম সময়ে রিভাইজ করতে পারবা। আর ৩য় বারে এসে পুরা ০১ দিনে এক সাব্জেক্ট রিভাইজ করে ফেলার ক্ষমতা হয়ে যাবে। শুধু একটাই কারণ,নোট করে গুছিয়ে পড়েছো তাই।
এর বিপরীতে তুমি যখন উলটা সিস্টেম ফলো করবা,নিশ্চিত থাকো অনেকক্ষেত্রেই তোমার ১ম বার চ্যাপ্টার টা পড়তে যত সময় লেগেছিল,২য় বারেও মোটামুটি একই সময় লাগবে। এ তো গেলো সময়। আরো যে ক্ষতি টা হলো সেটা হচ্ছে..পড়াটা অগোছালোই রয়ে গেলো।
আমাদের উচ্চ মাধ্যমিক এর কোনো রাইটার এর বই-ই পুরোপুরি সাজিয়ে গুছিয়ে লিখা নয়। সো বিগত ০৬ বছরের ক্ষুদ্র এক্সপেরিয়েন্স থেকে এটা নিশ্চিত ভাবে আবারো বললাম, বার বার এই ব্যাপার টাই ফলাফল বিপর্যয় এর কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। অথচ কতটা অবলীলায় এটা আমরা ইগনোর করি।
মাথায় রেখো,অনেক সময়ই মেধা,পরিশ্রম এর থেকেও গুছিয়ে পড়াটা বড় রকমের পার্থক্য গড়ে দেয় HSC & Admission লাইফে ✌️
অনেক পড়াশুনা,অনেক সময় নিয়ে বই নিয়ে পড়ে থাকা,টানা ক্লাস করা তাই অনেকক্ষেত্রেই ভালো ফলাফল নিয়ে আসেনা। দোষটা কপালের নয়,দোষ টা নিজের। কারণ তুমি জানোই না আসল সিস্টেম কি....
"যদি পরিশ্রমই সফলতার মূল কথা হতো গাধা বনের রাজা হতো, সিংহ না হয়ে "
আমি কখনোই তোমাদের খুশি করার চেষ্টা করিনা। যেটা রিয়েলি ইম্পাক্ট ফেলতে পারে তোমার লাইফে সেটা নিয়েই কথা বলি। এটা বিশ্বাস করি, লাইফের কোনো না কোনোদিন আমাকে থ্যাংক্স জানাতে আসতে হবে কিছু সঠিক সিদ্ধান্ত নিতে হেল্প করার জন্য। তোমার সফলতার নিউজ শোনার অপেক্ষায় রইলাম।
আজ থেকেই শুরু হোক নিজেকে পরির্তনের নতুন অধ্যায়।
লিখেছেনঃ মোঃ আব্দুর রহমান
প্রতিষ্ঠাতা, বন্দি পাঠশালা।