এক নজরে পদ্মা সেতুর সকল গুরুত্বপূর্ণ তথ্য

 আসসালামু ওয়ালাইকুম 

চলুন আজ আমরা দেখে আসি এক নজরে পদ্মা সেতু। আমি আপনাকে পদ্মা সেতু তে যাওয়ার কথা বলছি না । বলছি পদ্মা সেতুর সম্পর্কে সকল গুরুত্বপুর্ণ তথ্য। পদ্মা সেতু আমাদের বড় একটি অর্জন । তাই এটা নিয়ে পরিক্ষায় বিভিন্ন প্রশ্ন আস্তে পারে। আপনারা যেনো পদ্মা সেতু সম্পর্কে সকল প্রশ্নের উত্তর দিতে পারেন সেজন্য আমি এখন এক নজরে পদ্মা সেতু নিয়ে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উপস্থাপন করছি।


এক নজরে পদ্মা সেতুর সকল গুরুত্বপুর্ণ তথ্য




এক নজরে পদ্মা সেতু নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নঃ          পড়াশোনাবিডি.কম


■ পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?

উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

■ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর৷ ৬.১৫ কি.মি. (৩.৮২ মাইল

■ পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার (জাজিরা ও মাওয়া) ?

উত্তরা দুই প্রান্তে ১৪ কি.মি.।

■ পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?

উত্তরঃ ৩৮৩ ফুট।

■ পদ্মা সেতুর ধরন কেমন?

উত্তরঃ দ্বিতলাবিশিষ্ট।

■ পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?

উত্তরঃ ৪২ টি।

■ পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?

উত্তরঃ চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

■ পদ্মা সেতুর নির্মাণ কাজ কর শুরু হয় কবে থেকে?

উত্তরঃ ৭ ডিসেম্বর ২০১৪ সালে।

■ পদ্মা কত টি জেলার সাথে সংযোগ হয়েছে?

উত্তরঃ ২১ টি জেলা।

■ পদ্মা সেতুর স্পান কতটি?

উত্তরঃ ৪১ টি।

■ ৪১ তম স্প্যান কত তারিখে বসানো হয়?

উত্তরঃ ১০ ডিসেম্বর ২০২০।

■ ৪১ তম স্প্যান বসানো কত নং পিলারের উপর?

উত্তরঃ ১২-১৩ নং

■ পদ্মা সেতু হবার জন্য দেশে জিপিও বাড়বে কত?

উত্তরঃ ১.২%

■ পদ্মা সেতু কোন যন্ত্রালনো কাজ করে?

উত্তরা৷ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয়।

■ পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে কত তারিখে?

উত্তর ১৬ ডিসেম্বর ২০২২।

■ পদ্মা সেতুর প্রস্থ কত?

উত্তরঃ ১৮.১০ মিটার বা ৫৯.৪ ফুট।

■ পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা কত?

উত্তরঃ ২৬৪ টি।

■ পদ্মা সেতুর পরিচালক কে?

উত্তরঃ মোঃ শফিদুল ইসলাম।

■ সবগুলো স্প্যান বসাতে সময় লাগে মোট?

উত্তরঃ ৩৮ মাস।

■ পদ্মা সেতুর বিশ্বের কততম সেতু?

উত্তরঃ ১১ তম।

■ পদ্মা সেতুর ডিজাইনার কে?

উত্তরঃ AECOM

■ পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত?

উত্তরঃ রিখটার ফেল ৯।

■ পদ্মা সেতু প্রতিটি স্প্যানের ওজন কত?

উত্তরঃ ৩১৪০ টন।

■ পদ্মা সেতুর অবস্থান কতটি জেলা নিয়ে?

উত্তরঃ ৩ টি জেলা নিয়ে। (মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর ।)

■ কত তারিখে পদ্মা সেতু উদ্ধোধন করা হবে?

উত্তরঃ ২৫ জুন ২০২২।


পোস্টটি খুবই গুরুত্বপুর্ণ তাই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন।

আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন সুস্থ থাকুন এবং পড়াশোনাবিডি.কম এর সাথেই থাকুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url